সপ্তাহ দুয়েক পরেই মা আসছেন।কিন্তু সেই প্রতিমা যখন ভেঙে ফেলা হয়, তখন চাঞ্চল্য ছড়ানোটা স্বাভাবিক।আর এই জঘন্য ঘটনার সাক্ষী থাকলো দক্ষিণ দিনাজপুরের কামারপাড়া।রাজ্যের বাকি ক্লাবগুলির মতো দুর্গোৎসবে মেতে উঠেছে বালুরঘাটের ‘কচিপাতা সংঘ’ ক্লাব। দেবীর আবাহনের প্রস্তুতির মাঝেই এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল।
উদ্যোক্তরা জানিয়েছেন, ক্লাবের মধ্যেই তৈরি হচ্ছে প্রতিমা। মঙ্গলবার সকালে স্থানীয়রা দেখতে পান প্রতিমা ভেঙে গিয়েছে।এই খবর চাউর হতেই ছড়িয়েছে উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। চলছে তদন্ত। ক্লাবের পক্ষো শীতল সরকার জানিয়েছেন, “হতে পারে কোনও ভবঘুরে এই কাজটি করেছেন। ব্যাপারটা আমাদের কাছে স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।”
গতবছর হায়দরাবাদেও পুজোমণ্ডপে প্রতিমা ভাঙার ঘটনা ঘটে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকায় অভিযুক্ত দুই মুসলিম মহিলাকে গ্রেফতার করে পুলিশ। পড়ে জানা যায় তারা মানসিক ভারসাম্যহীন। এর আগে ২০১৯ সালে কেতুগ্রামের শ্রীরামপুরেও এমন ঘটনা ঘটেছিল।



































































































































