রাজ্যের বকেয়া টাকার দাবিতে দুদিন ধরে দিল্লিতে ধরনা কর্মসূচি পালন করছে তৃণমূল কংগ্রেস।দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মঙ্গলবার যন্তর মন্তরে ধরনা দিচ্ছেন তৃণমূলের সাংসদ-বিধায়ক থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ব।
সেই ধরনা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে লোকসভায় তৃণমূল দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মোকাবিলা করতে গিরিরাজ সিং বিহার থেকে, অনুরাগ ঠাকুর ওড়িশা থেকে, সুকান্ত মজুমদার দিল্লি থেকে সাংবাদিক সম্মেলন করছেন। এখনও তো মমতা বন্দ্যোপাধ্যায় বাকি! গতকাল রাতে আমার সঙ্গে দিদির কথা হয়েছে। আমি তাঁকে বলেছি, অভিষেক এখন পরিণত রাজনৈতিক নেতা।
সুদীপ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, রাজ্য কোনও প্রশ্ন করলে গিরিরাজের দফতরের কোনও উত্তর দেওয়ার নেই।সুকান্ত মজুমদার অনেক বড় বড় কথা বলছেন।এরা বাংলার বিরোধী। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এঁটে উঠতে পারছে না। তাই বাংলাকে বিপাকে ফেলতে নির্লজ্জের মতো এই ধরনের আচরণ করছে।