মহাকাশ গবেষণায় একেরপর এক সাফল্য পেয়েছে ইসরো। কিছুদিন আগেই চাঁদের মাটিতে সফলভাবে নেমেছিল ল্যান্ডার বিক্রম, এমনকি সূর্য অভিযানেও অনেকটাই সাফল্য মিলেছে।এবার মঙ্গল গ্রহের কক্ষপথে যাওয়ার কথা জানানো হল। তবে ইসরোর মঙ্গল অভিযান এই প্রথম নয়, ১০ বছর আগে তারা মঙ্গলের কক্ষপথে সফলভাবে রকেট পাঠিয়েছিল। ইসরো সূত্রে জানা গিয়েছে, এই অভিযানের নাম হবে ‘মার্স অরবিটার মিশন ২’ বা মঙ্গল অভিযান-২।
ইসরো জানিয়েছে, ইতিমধ্যেই তারা মঙ্গল অভিযানের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। তারা যে মহাকাশযান পাঠাবে তাতে ৪টি পে লোড থাকবে। ইতিমধ্যেই এই পে লোডগুলি তৈরি শুরু হয়ে গিয়েছে এবং এক বছরের মধ্যে তৈরি শেষ হবে বলে মনে করছে তারা।এই পে লোডগুলি মঙ্গলের আবহাওয়া ও পরিবেশ নিয়ে গবেষণা করার পাশাপাশি লাল গ্রহের ধূলিকণা নিয়েও গবেষণা করবে। এর নাম দেওয়া হয়েছে মোডেক্স। এর মাধ্যমে ইলেকট্রিক ফিল্ড গবেষণা, এনার্জেটিক আয়ন স্পেক্রোমিটার, রেডিয়ো অকুলেশন গবেষণা করা হবে বলে জানা যাচ্ছে। ইসরোর তরফে এনার্জেটিক আয়ন স্পেক্রোমিটার তৈরি নিয়ে বলা হয়েছে, এর মাধ্যমে সৌর শক্তি কণা ও সৌর বাতাস নিয়ে গবেষণা করা হবে। এর ফলে মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে কেন পরিবর্তন হয়েছিল তা জানা যেতে পারে।
প্রসঙ্গত, ১০ বছর আগে ২০১৩ সালের ৫ নভেম্বর প্রথম চেষ্টাতেই সফল ভাবে মঙ্গলের কক্ষপথে মহাকাশযান পাঠিয়েছিল ইসরো। ২০২১ সাল পর্যন্ত কক্ষপথে বিচরণ করেছে ওই মহাকাশযান।এবারের অভিযানের সফলতা নিয়েও আশাবাদী ইসরো।