কেঁপে উঠল উত্তরবঙ্গের একাধিক জেলা! রিখটার স্কেলে মাত্রা ৫.২

0
1

সোমবার গান্ধী জয়ন্তী (Gandhi Jayanti)। দেশজুড়েই আজ ছুটির মেজাজ। আর তারমধ্যেই এল দুঃসংবাদ। সোমবার বিকেলে আচমকাই কেঁপে উঠল উত্তরবঙ্গের একাধিক জেলা। ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ, বালুরঘাট এবং রায়গঞ্জ সহ উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় অনুভূত হয় ভূমিকম্প (Earthquake)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.২। এদিন ভূমিকম্পের উৎসস্থল মেঘালয় (Meghalaya) বলে জানা গিয়েছে।

 

সোমবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে নাগাদ মেঘালয়ের উত্তর গারো পাহাড় আচমকাই কেঁপে ওঠে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নীচে ছিল ভূমিকম্পের উৎসস্থল। এদিন তার জেরেই কেঁপে ওঠে বাংলার একাধিক জেলা। তবে এদিন সন্ধ্যায় ভূমিকম্পের জেরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার জেরে বাড়ির বাইরে বেরিয়ে আসেন শিলিগুড়ি, জলপাইগুড়ি, দুই দিনাজপুর, কোচবিহারের বিস্তীর্ণ এলাকার মানুষজন।

 

এর আগে গত অগাস্ট মাসেও কেঁপে ওঠে বাংলা। উৎসস্থল ছিল বাংলাদেশের সিলেট। আর সেকারণেই কেঁপে ওঠে কলকাতা সহ বাংলার একাধিক এলাকা। কম্পনের মাত্রা ছিল ৫.৪।