২ মিনিটের টর্নেডোয় লন্ডভন্ড সুন্দরবনের বাজার ও গ্রামের। শনিবার সকালে বসিরহাটের সুন্দরবনের (Sundarban) মিনাখাঁ ব্লকের কুমারজোল গ্রাম পঞ্চায়েত এলাকায় আচমকাই টর্নেডো (Tornado) শুরু হয়। মিনিট দুয়েকের মধ্যে থেমে যায়। কিন্তু তার মধ্যেই কুমারজোল গ্রাম পঞ্চায়েতের মালেয়াড়ি, আমতলা ও জয়গ্রামের মতো বেশ কিছু গ্রাম ও বাজার লন্ডভন্ড অবস্থায় পরিণত হয়। স্থানীয়দের পাশাপাশি বাজারের ব্যবসায়ীরা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন।

এদিন সকাল থেকে অঝোরে বৃষ্টি চলছিল। তার মধ্যেই হঠাৎ করে টর্নেডো (Tornado) শুরু যায়। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে পড়েন গ্রামবাসীরা। আচমকা ঝড়ের দাপটে কয়েকজন গ্রামবাসী আহত হন। তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে কলকাতার চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

স্থানীয়দের দাবি, প্রায় একশো কিলোমিটার বেগে এই ঝড় শুরু হয়। এর জেরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। ফলে যথেষ্টই ভোগান্তির মধ্যে পড়েছেন গ্রামবাসীরা। বেশ কয়েকটি গাছও ভেঙে পড়েছে রাস্তার উপর। যার ফলে অবরুদ্ধ হয়েছে বেশ কয়েকটি রাস্তা। ফলে বেশ কিছু রুটের অটো ও টোটো বন্ধ রয়েছে। পঞ্চায়েত ও ব্লক স্তরে দ্রুততার সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।



































































































































