এশিয়ান গেমসে ফের সোনা, মিক্সড ডবলসে সোনা জয় রোহন বোপান্না এবং রুতুজা ভোসলের

0
2

এশিয়ান গেমসের সপ্তম দিনে ফের সোনা ভারতের ঝুলিতে। মিক্সড ডবলসে সোনা জয় রোহন বোপান্না এবং রুতুজা ভোসলের। শুক্রবার পুরুষ ডবলসে রুপোতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। তবে শনিবার রোহন বোপান্না এবং রুতুজার হাত ধরে মিক্সড ডবলসে সোনা জিতল টিম ইন্ডিয়া। ফাইনালে বোপান্না-রুতুজা জুটি হারাল চাইনিজ তাইপেই জুটি লিয়াং এনশুয়ো এবং সাংহায়ো হুয়াংকে। ম‍্যাচের ফলাফল ২-৬, ৬-৩, ১০-৪।

ম‍্যাচে এদিন শুরুটা ভালো হয়নি ভারতীয় জুটির। প্রথম সেটে হেরে গিয়েছিলেন বোপান্না-রুতুজা জুটি। প্রথম সেটে বোপান্নারা হেরেছিলেন ২-৬ ব্যবধানে। ৩৩ মিনিটে সেই সেট জিতে নেন তাইপেইয়ের লিয়াং এনশুয়ো এবং সাংহায়ো হুয়াং। দ্বিতীয় সেটে ম্যাচে ফেরেন বোপান্নারা। তাঁরা সেট জেতেন ৩০ মিনিটে। ৬-৩ সেটে জিতে যায় বোপান্না-রুতুজা জুটি। এশিয়ান গেমসে তৃতীয় সেট হয় টাইব্রেকার। সেখানে ১০-৪ ব্যবধানে জেতেন বোপান্নারা। সেই সঙ্গে এশিয়ান গেমসে ভারতের নবম সোনা নিশ্চিত করেন তাঁরা।

এদিকে শনিবার পদক এল শুটিংয় থেকেও। এবারের গেমসে শুটিং থেকে ১৯টি পদক জিতল ভারত। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে রুপো জিতলেন সরবজ্যোত সিং এবং দিব্যা থারিগল।

আরও পড়ুন:‘নিজেকে পাল্টে ফেলেছি’, বিশ্বকাপের আগে বললেন বিরাট, কিন্তু কেন এরকম বললেন কোহলি?