লক্ষ্য ২০২৪-এর লোকসভা নির্বাচন(Parliament Election)। তবে তার আগে ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন মোদির কাছে অগ্নিপরীক্ষা। এই অবস্থায় সেমিফাইনালে জিততে কার্যত যন্ত্রমানবে পরিণত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তাঁর প্রচারের সিডিউল দেখে চক্ষু ‘ছানাবড়া’ বাকি নেতাদের। দেখা যাচ্ছে বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে আগামী ৬ দিনে দেশের ৪ রাজ্যে ৮টি আলাদা আলাদা কর্মসূচিতে অংশ নেবেন মোদি। সে তেলেঙ্গানার জনসভা হোক বা ছত্তিশগড়ের শোভাযাত্রা। আগামী ৬ দিন মোদি কার্যত যন্ত্রের মতো রাজ্যে রাজ্যে ঘুরবেন।
শনিবার থেকেই শুরু হচ্ছে দেশের চার ভোটমুখী রাজ্যে প্রধানমন্ত্রীর মেগা নির্বাচনী সফর। চলবে আগামী বুধবার পর্যন্ত। শনিবার ছত্তিশগড়ের বিলাসপুরে ‘পরিবর্তন যাত্রা’র পর কলেজ গ্রাউন্ডে ‘পরিবর্তন মহাসঙ্কল্প’ সভায় বক্তৃতা করবেন মোদি (Narendra Modi)। রবিবার তেলঙ্গানার মেহবুবনগরে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি হায়দরবাদে সভা করবেন তিনি। ২ অক্টোবর মোদি যাবেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। গোয়ালিয়রে একটি সভা করার পর চলে যাবেন কংগ্রেস শাসিত রাজস্থানে। সেদিনই চিতৌরগড়ে প্রচার কর্মসূচি আছে প্রধানমন্ত্রীর।
মোদির ঠাসা কর্মসূচি দেখে রাজনৈতিক মহলের কটাক্ষ খুড়োর কল পিঠে বেঁধে তাতে ভোটের গাজর ঝুলিয়ে দৌড় শুরু করেছেন দেশের প্রধানমন্ত্রী। আসলে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং তেলেঙ্গানা চার রাজ্যেই বিজেপি এবার কঠিন লড়াইয়ের মুখে। সবকটি রাজ্যেই গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বিজেপি। এই অবস্থায় প্রচারে আরও বেশি জোর দিতে কার্যত যন্ত্রমানবে পরিণত হলেন প্রধানমন্ত্রী মোদি।