দত্তপুকুরে (Duttapukur) প্রাক্তন পঞ্চায়েত প্রধানের মায়ের খুনের কিনারা করল পুলিশ। তদন্তে উঠে আসে মারাত্মক প্ল্যানিং। ধৃত ইলেকট্রিক মিস্ত্রি নাকি রীতিমতো রেইকি করেছিলেন খুনের আগে। আসলে চুরি করতে গেছিলেন তিনি। কিন্তু ধরা পড়ে যাওয়ায় খুন বলেই জেরার মুখে স্বীকার করেছেন অভিযুক্ত।
গত ২৪ সেপ্টেম্বর দত্তপুকুরে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান দেবযানী সর্দার মা মেয়ের বাড়িতে এসে খুন হন। বিছানা থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তদন্তে নামে পুলিশ। শনিবার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর (Biswachand Thakur)জানান, দত্তপুকুরে প্রাক্তন পঞ্চায়েত প্রধানের মেয়ের বাড়ির ছাদের দরজা দিয়ে অভিযুক্ত বাড়িতে ঢোকে। মূলত চুরি করার পরিকল্পনাই ছিল তার। কিন্তু বৃদ্ধা তাঁকে দেখে ফেলায় ধরা পড়ে যাওয়ার ভয়ে হাতে থাকা ভারী কোনও বস্তু দিয়ে ওই বৃদ্ধার মুখ থেঁতলে দেয় ওই মিস্ত্রি। এখানেই শেষ নয় প্রাক্তন পঞ্চায়েত প্রধানের কাছে ৫ লক্ষ টাকা দাবিও করেছিলেন বলে অভিযোগ। ধৃত অনুপ দাস গোটা অপারেশন চালিয়েছে নাকি এই ঘটনার নেপথ্যে আরও কেউ জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।