এশিয়ান গেমসে দুরন্ত সুতীর্থা-ঐহিকা, শুভেচ্ছা মুখ‍্যমন্ত্রীর

0
3

এশিয়ান গেমসে বাঙালির দাপট। ভারতের হয়ে আরও একটি পদক নিশ্চিত করেন দুই বাঙালি সুতীর্থা মুখোপাধ্যায় ও ঐহিকা মুখোপাধ্যায়। এদিন টেবল টেনিসে মহিলাদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে চিনের জুটি মেনগ এবং ওয়াগকে হারিয়ে সেমিফাইনালে উঠলেন তাঁরা। শেষ চারে ওঠায় পদক নিশ্চিত করলেন সুতীর্থা ও ঐহিকা। এরফলে নয়া নজিরও গড়লেন তাঁরা। এশিয়ান গেমসে এই প্রথমবার টেবিল টেনিসে মহিলাদের ডাবলসে পদক ভারতের। এরপরই শুভেচ্ছা জোয়ারের ভাসতে থাকেন দুই খেলোয়াড়। শুভেচ্ছা জানান মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ও।

এদিন মমতা টুইটারে লেখেন,” এশিয়ান গেমসে বাংলা ও ভারতের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত! মহিলাদের টেবিল টেনিস ডাবলসে অবিশ্বাস্য জয়ের জন্য সুতীর্থা মুখোপাধ্যায় ও ঐহিকা মুখোপাধ্যায়কে অভিনন্দন৷ আপনাদের অসাধারণ কৃতিত্বে বাংলা আনন্দে উচ্ছ্বসিত। চমৎকার কাজ, ফাইনালে নিজেদের সেরাটা দিও।”

আগামী ২ অক্টোবর, সোমবার সেমিফাইনাল খেলতে নামবেন ভারতীয় খেলোয়াড়েরা। সেমিফাইনাল জিততে পারলে সেদিনই ফাইনাল খেলতে হবে তাঁদের। সেমিফাইনালে হারলেও অন্তত ব্রোঞ্জ নিশ্চিত তাঁদের।

আরও পড়ুন:এশিয়ান গেমসে হকিতে সেমিফাইনালে ভারত, পাকিস্তানকে হারাল ১০-২ গোলে