রাজভবনে শপথ নিলেন ধূপগুড়ির নির্মল, অনুষ্ঠান এড়ালেন বিমান-শোভনদেব

0
3

দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে রাজভবনে শপথ নিলেন ধূপগুড়ির নবনির্বাচিত তৃণমূল বিধায়ক নির্মলচন্দ্র রায়। শনিবার বিকেল সাড়ে ৪ টে নাগাদ তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শপথগ্রহণের পর বিধায়কের হাতে বেশকিছু উপহারও তুলে দেন বোস। তবে শপথ গ্রহণ সম্পন্ন হলেও এই অনুষ্ঠানে কৌশলী পদক্ষেপ নিল তৃণমূল। এদিন রাজভবনের আয়োজিত এই শপথ অনুষ্ঠানে উপস্থিত হলেন না স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁদের পরিবর্তে উপস্থিত থাকতে দেখা যায় বিধানসভায় শাসকদলের উপ মুখ্য সচেতক তাপস রায়কে।

৮ সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে বিরোধীদের দুরমুশ করে জয়ী হন নির্মলচন্দ্র রায়। কিন্তু এতদিন আটকে ছিল তাঁর শপথগ্রহণ। গত শনিবার নির্মলচন্দ্রকে শপথগ্রহণ করাতে চেয়ে তাঁর ধূপগুড়ির বাড়িতে চিঠিও পাঠানো হয়েছিল রাজভবনের তরফে। কিন্তু শেষ পর্যন্ত পরিষদীয় দফতর সেই শপথগ্রহণের অনুমোদন না দেওয়ায় নতুন বিধায়কের শপথ আটকে যায়। তার পরেও রাজ্যপাল স্বয়ং তফসিলি বিধায়ককে শপথগ্রহণ করাতে চেয়ে রাজ্যকে চিঠি দেন।

বিধানসভা সূত্রে খবর, রাজভবনের দরজা সব সম্প্রদায়ের জন্য খোলা, জনমানসে সেই বার্তা দিতেই তফসিলি বিধায়ককে রাজভবনে শপথবাক্য পাঠ করাতে চেয়েছিলেন তিনি। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে পাল্টা চিঠিতে লেখেন, “বিধানসভায় সব সম্প্রদায়ের প্রতিনিধি উপস্থিত রয়েছেন। তাই প্রয়োজনে আপনি বিধানসভায় এসে ধূপগুড়ির বিধায়ককে শপথবাক্য পাঠ করিয়ে যান।” যদিও এই পর্বে পরিষদীয় দফতরও চেয়েছিল উপনির্বাচনে জয়ী বিধায়ককে বিধানসভাতেই শপথগ্রহণ করান স্পিকার। নিজেদের সেই মনোভাবের কথা রাজভবনকেও বুঝিয়ে দিয়েছিল পরিষদীয় দফতর। তবে শেষমেশ বৃহস্পতিবার রাজভবন সূত্রে জানা যায়, রাজ্যপাল নিজেই ধূপগুড়ির তৃণমূল বিধায়ককে শপথগ্রহণ করাবেন। সেইমতো শনিবার বিকেল সাড়ে ৪টেয় রাজভবনে সম্পন্ন হল শপথ গ্রহণ পর্ব। যদিও কৌশলী চালে এই শপথ গ্রহণ অনুষ্ঠান এড়িয়ে গেলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।