রাজ্যজুড়ে ডেঙ্গির (Dengue) দাপট নিয়ে চিন্তা বাড়ছে। ইতিমধ্যেই জেলা প্রশাসন , পঞ্চায়েত বোর্ড এবং স্বাস্থ্য আধিকারিকদের তরফে সচেতনতামূলক একাধিক পদক্ষেপ করা হয়েছে। রাজ্যে ১৩০টির মতো এলাকাকে ডেঙ্গির হটস্পট হিসাবে চিহ্নিত করেছিল। তার মধ্যে থেকে একাধিক এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কমছে বলেই নবান্ন (Nabanna) সূত্রে খবর। আগামিকালের বৈঠকে সব জেলার জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ স্বাস্থ্য দফতরের রাজ্য ও জেলা স্তরের কর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। পাশাপাশি হাসপাতালের সুপাররাও থাকবেন বলে জানা যাচ্ছে।
বিরোধীরা ডেঙ্গি নিয়ে যতই কুৎসা আর রাজনীতি করুক , রাজ্য সরকার (Government of West Bengal) সজাগ দৃষ্টি রেখেছে পরিস্থিতির উপরে। চলতি সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১০ থেকে ১৫ শতাংশ কমেছে বলে খবর। এর আগে মুখ্যসচিব বৈঠক করে একগুচ্ছ নির্দেশিকা জারি করেন। নতুন করে গাইডলাইন প্রকাশের পাশাপাশি ডেঙ্গি মোকাবেলার সঙ্গে যুক্ত আধিকারিকদের ছুটি বাতিল করেছেন নবান্ন। পুলিশকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এমনিতে হাওয়া অফিস জানিয়েছে আগামী বেশ কয়েকদিন রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে। সেক্ষেত্রে জমা জল থেকে যাতে কোনভাবেই ডেঙ্গির লার্ভা না ছড়ায় তা নিশ্চিত করতে এবং বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিকাঠামোর বর্তমান অবস্থা পর্যালোচনা করা হবে আগামিকালের বৈঠকে। এদিকে ফের কলকাতায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল ১৭ বছরের এক পড়ুয়ার ৷ বিবি গাঙ্গুলি স্ট্রিটের বাসিন্দা ওই কিশোরের বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ গত ২০ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে ৷ মৃত কিশোরের নাম দেব পোপাট ৷ ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে মাল্টি অর্গান ফেলিওরের পাশাপাশি, ডেঙ্গির কথা উল্লেখ করেছেন চিকিৎসকরা ৷