সরকারের কাছে জমা দেওয়া আধার কার্ডের (Aadhaar Card) অতি ব্যক্তিগত তথ্য সহজেই পৌঁছে যাচ্ছে প্রতারকদের হাতে। প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। এবিষয়ে এবার ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারকে চিঠি পাঠাল CID। এর আগে বৃহস্পতিবার, এবিষয়ে সতর্ক করে কলকাতা পুলিশ চিঠি পাঠিয়েছিল রাজ্যের অর্থ দফতরকে। এবার সিআইডির তরফে চিঠি দিয়ে বলা হল, দেশের সব রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দফতরের ওয়েবসাইটে আপলোড থাকা দলিলে আঙুলের ছাপ যেন মাস্কিং অর্থাৎ নির্দিষ্ট অংশ ঢেকে হয়। কারণ, ওই সময় নথি জাল করে প্রতারণা চলছে।

সিআইডি-র মতে, এখনও পর্যন্ত দলিলের আঙুলের ছাপ নিয়ে কারসাজি করেই আধার এনাবেলড পেমেন্ট সিস্টেমের মাধ্যমে জালিয়াতি হয়েছে। এই জালিয়াতি চক্র সারাদেশে ছড়িয়ে পড়েছে। দেশজুড়ে সাইবার অপরাধ দমনে সব তদন্তকারী সংস্থার মধ্যে কো-অর্ডিনেশনের কাজ করে স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার। সিআইডির তরফে ওই সংস্থাকে অনুরোধ করা হয়েছে, দ্রুত যেন সব রাজ্যকে তারা এ বিষয়ে নির্দেশিকা পাঠায়।
আরও পড়ুন: কানাডা নিয়ে আমেরিকার বিদেশ সচিবের সঙ্গে কথা জয়শঙ্করের! আর কী উঠে এল আলোচনায়?

এর আগে বৃহস্পতিবার কলকাতা পুলিশ চিঠি দিয়ে জানায় সরকারি কাজের জন্য সংগৃহীত আধার কার্ডের (Aadhaar Card) তথ্য যেন আড়াল করার ব্যবস্থা করে অর্থ দফতর। এবার এই অনুরোধ করা হল কেন্দ্রীয় সংস্থাকেও।



































































































































