স্পেন-দুবাইয়ের পর এবার কুণালকে আমেরিকা যাওয়ার অনুমতি দিল হাইকোর্ট

0
6

সদ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন-দুবাই সফর কভার করে দেশে ফিরেছেন বিশিষ্ট সাংবাদিক কুণাল ঘোষ। তারও কয়েক মাস আগে একটি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন সিঙ্গাপুর। এবার আমেরিকা যাওয়ার আর্জি জানিয়েছিলেন কুণাল ঘোষ। আজ, শুক্রবার কলকাতা হাইকোর্ট তাঁর সেই আবেদন মঞ্জুর করেছে। অর্থাৎ, আমেরিকা যেতে কোনও সমস্যা নেই কুণালের।

এদিন বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ কুণালকে আমেরিকা যাওয়ার অনুমোদন দেয়। কুণাল এখনই আমেরিকার ভিসার জন্য আবেদন করতে পারবেন। শুধু যাওয়ার আগে তাঁর সফরসূচি হাইকোর্টকে জানিয়ে দিতে হবে। সিবিআইয়ের তরফে কোনও আপত্তি দেখা যায়নি। কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী এর আগে আদালতকে রিপোর্ট দিয়ে জানান যে কুণাল আদালতের সব নির্দেশ মেনেই স্পেন ও দুবাই সফর করে দেশে ফিরেছেন।

জানা গিয়েছে, বর্তমানে কুণাল ঘোষের ছেলে আমেরিকায় পড়াশোনা করছে। তাঁর সঙ্গে দেখা করতে কুণাল ঘোষের আমেরিকা সফর।

আরও পড়ুন:পুজোর মুখে উ*দ্বেগ বাড়াচ্ছে ডে*ঙ্গি! এবার কলকাতায় মৃ*ত্যু কিশোরের