এশিয়ান গেমসে ষষ্ঠ দিনেও ভারতের জয় জয়কার। শুক্রবার সকাল থেকেই একাধিক পদক ভারতের ঝুলিতে। শুটিংয়ে শুক্রবার সকাল থেকেই সোনা-রুপোর পদক জয় শুরু। বিশ্বরেকর্ড গড়ে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে সোনা ভারতের। ঐশ্বর্য প্রতাপ সিং তোমর, স্বপ্নিল কুশেল এবং অখিল শিয়োরান সোনার পদক জেতেন এশিয়ান গেমসে। অপরদিকে ১০ মিটার এয়ার পিস্তলে দলগত ভাবে রুপোর পদক জয়ের পর ব্যক্তিগত বিভাগেও সোনা জয় ভারতের। ১০ মিটার এয়ার পিস্তলে ব্যক্তিগত ভাবে সোনা জেতেন পলক গুলিয়া। ওপর দিকে রুপো পেলেন এষা সিং। এশিয়ান গেমসে রেকর্ড গড়ে সোনা জিতলেন পলক। এছাড়াও টেনিসে ডবলস ইভেন্টে রুপো পদক পান সাকেথ মিনেনি এবং রামকুমার রামানাথন। এরপরই শুভেচ্ছা জোয়ারে ভাসতে থাকেন তারা। শুভেচ্ছা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
এদিন টুইটারে তিনি লেখেন,”এশিয়ান গেমসে ভারতের জয় জয়কার। এশিয়ান গেমসের ষষ্ঠ দিনেও পদকের প্রাপ্তি ভারতের। ইতিমধ্যেই ৩২ টি পদক জয় করে নিয়েছে ভারত।
পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে সোনা জয় ভারতের। ঐশ্বর্য প্রতাপ সিং তোমর, স্বপ্নিল কুশেল এবং অখিল শিয়োরান সোনার পদক জেতেন। ওপর দিকে এশিয়ান গেমসে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে আরও একটি সোনা জেতার জন্য পলক গুলিয়ার জন্য অত্যন্ত গর্বিত। একই ইভেন্টে আরেকটি রুপোর পদক জেতার জন্য শুভেচ্ছা এষা সিংকে শুভেচ্ছা। শুভেচ্ছা সাকেথ মিনেনি এবং রামকুমার রামানাথনকে। ভারতীয় টেনিস দল পুরুষদের ডাবলসে রৌপ্য পদক জেতার জন্য। এছাড়াও ভারতের হয়ে আরেকটি ব্রোঞ্জ জেতার জন্য জোৎস্না চিনপ্পা, আনাহাত সিং, তানভি খান্না, দীপিকা পাল্লিকালকে। আপনাদের অসামান্য সাফল্যের জন্য আপনাদের অনেক অনেক শুভেচ্ছা।
India's outstanding medal haul in the ongoing 19th Asian Games at Hangzhou (China) continues with an overall ranking of 4th at present with 32 medals in 6 days!
Heartiest Congratulations to Swapnil Kusale, Aishwary Pratap Singh Tomar, and Akhil Sheoran for winning gold in the…
— Mamata Banerjee (@MamataOfficial) September 29, 2023
আরও পড়ুন:‘বিশ্বকাপে ভারত ফেভারিট দল, রোহিতদের হারানো সহজ কথা নয়’ : সৌরভ