এবার গামছার মণ্ডপে চমক দিতে প্রস্তুত ব্যান্ডেলের মেরি পার্ক

0
2

সুমন করাতি

বিগত কয়েক বছর ধরেই থিম পুজোর রমরমা রাজ্য জুড়ে। তার দৌলতে সাবেকিয়ানার পুজো ব্যাকফুটে গেলেও, থিম পুজোর নানান বৈচিত্র্যময় শিল্প সৃষ্টি দর্শনার্থীরা উপভোগ করছেন। কী নেই সেই তালিকায়।মাটির ভাঁড় থেকে তাঁতের শাড়ি, বসার চেয়ার থেকে শুরু করে বেতের ঝুড়ি, এমন নানান জিনিস। যার তালিকা নেহাত কম নয়। এবার তাঁত শিল্পীদের হারানো গৌরব তুলে ধরতে উদ্যোগী হয়েছে ব্যান্ডেলের মেরি পার্ক সর্বজনীন।

প্রাক রজত জয়ন্তী বর্ষে ৬০ ফুটের বড় দুর্গা করে চমক শুরু হয়েছিল।মাঝে করোনার থাবায় বড় আকারে পুজো হয়নি।এবারে বড় বাজেটের পুজো করছে ব্যান্ডেল মেরি পার্ক সর্বজনীন।পুজোর থিম ‘অকাল বোধন’।পুজোর উপাচারে গামছা লাগে।গ্রাম বাংলার তাঁতিরা সেই গামছা যোগান দেন।তবে বর্তমান সময়ে তাঁত প্রায় অস্তমিত।গামছা দিয়ে মন্ডপ তৈরি করে সেই তাঁত শিল্পীদের সম্মান জানাতে চায় পুজো কমিটি।

পুজোর আর হাতে গোনা দিন ২০ বাকি।মেরি পার্ক সর্বজনীনের পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে।ব্যান্ডেল চুঁচুড়ায় নামী পুজোগুলোর মধ্যে মেরি পার্ক নিজের জায়গা করে নেবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা।নদিয়ার বেথুয়াডহরী থেকে মন্ডপ শিল্পীরা মন্ডপসজ্জা করছেন।চন্দননগরের মৃৎশিল্পী অমর পাল প্রতিমা তৈরি করছেন।পুজোর দিন গুলোতে দর্শনার্থীদের ভিডড উপচে পড়বে বলে মনে করছেন মেরি পার্ক পুজোর উদ্যোক্তরা।