আর নয় রাজ্য পুলিশ, রাজভবন-রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে শুধুই কেন্দ্রীয় নিরাপত্তা!

0
1

রাজ্যপাল সি ভি আনন্দ বোসের রেসিডেন্সিয়াল ফ্লোর ও অফিস চত্বরের নিরাপত্তার দায়িত্বে আর নয় রাজ্য পুলিশ। রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা ফোর্সেও রদবদল। রাজভবনের তরফে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমস্ত রাজ্য পুলিশকে। সেই জায়গায় কেন্দ্রীয় পুলিশকে দেওয়া হবে রাজ্যপাল ও রাজভবনের নিরাপত্তার দায়িত্ব।

সম্প্রতি, রাজভবনে নজরদারির অভিযোগ তোলেন আনন্দ বোস! সেই অভিযোগের ৩ পুলিশকর্মীকে আগেই সরানোর সুপারিশ করা হয় রাজভবনের তরফে। অভিযোগ জানানো হয়েছে কলকাতার পুলিশ কমিশনার, এমনকী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকেও। অভিযোগ, রাজভবনের অফিসে কী কাজকর্ম হচ্ছে? কারা আসছেন? তার উপরই নাকি নজরদারি চালানো হচ্ছে। এমনকি, ট্যাপ করা হচ্ছে রাজ্যপালের ফোনও!

এই পরিস্থিতিতে সামনে আসতে নয়া মাত্রা পেয়েছে রাজ্য-রাজ্যপাল সংঘাত। যদিও ৩ পুলিশকর্মীকে সরিয়ে দেওয়ার সুপারিশ সংক্রান্ত কোনও চিঠি তাদের কাছে আসেনি বলে দাবি কলকাতা পুলিশের। এরমধ্যেই রাজভবন ও রাজ্যপালের নিরাপত্তার দায়িত্ব থেকে সমস্ত রাজ্য পুলিশ সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ।