চোটের কারণে ছিটকে গেলেন অক্ষর, বিশ্বকাপে ভারতীয় দলে অশ্বিন

0
1

অবশেষে জল্পনাই সত‍্যি হল। চোটের কারণে আসন্ন একদিনের ক্রিকেট বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অক্ষর প‍্যাটেল। অক্ষরের জায়গায় ভারতীয় দলে রবিচন্দ্রন অশ্বিন। সদ‍্য শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের তিন ম‍্যাচের সিরিজে দুরন্ত পারফরম্যান্স করেন অশ্বিন। দুই ম‍্যাচে নেন চ‍ার উইকেট। এশিয়া কাপ খেলতে গিয়ে চোট পান অক্ষর।

এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে খেলার সময় চোট পেয়েছিলেন অক্ষর। তারপর থেকেই রিহ‍্যাবে আছেন তিনি। চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখছিল ভারতীয় টিম ম‍্যানেজমেন্ট। সূত্রের খবর, হাতের সেই চোট এখনও সারেনি বাঁহাতি স্পিনারের। আর সেই কারণে তাঁর জায়গায় অশ্বিনকে নেওয়া হল। রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদবও বাঁহাতি স্পিনার। অশ্বিন দলে আসায় বৈচিত্র বাড়ল ভারতীয় বোলিং আক্রমণের।

একনজরে ভারতীয় দল:
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, কে এল রাহুল, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, যশপ্রীত বুমরাহ, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব।

আরও পড়ুন:সৌদি আরবের কাছে ০-২ গোলে হেরে এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন সুনীলরা