এশিয়ান গেমসের চতুর্থ দিন: পি.স্তল ইভেন্টে স্বর্ণপদক ভারতের!

0
2

দেশের মানুষ সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই মিলল সুখবর। ভারতের নাম উজ্জ্বল হল এশিয়ান গেমসে (19th Asian Games)। প্রথমে রুপো, তারপর সোনা(Gold Medal)- জোড়া পদক এল মহিলাদের হাত ধরে।

এশিয়ান গেমসের (Asian Games 2022) চতুর্থ দিনে রুপোর পরে এ বার সোনা জয় ভারতের। প্রথমে মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশন ইভেন্টে (Rifle in 3 position events) রুপো জেতে ভারতের মহিলা দল। শিফট সামরা, অসি চোকসি, মানিন কৌশিক ছিলেন এই টিমে। এরপর সেই শুটিংয়েই মিলল সোনা (Gold Medal)। রাইফেলের পর ২৫ মিটার পিস্তল টিম ইভেন্টে (25m pistol team event) সোনা জেতেন মানু ভাকের, রিদিম সাঙ্গওয়ান ও ইশা সিং। পিস্তল ইভেন্টের ফাইনালে ভারতের স্কোর ১৭৫৯। দ্বিতীয় স্থানে চিন। আজকের ইভেন্টে পদক জয়ের ফলে চলতি এশিয়ান গেমসের ভারতের ঘরে সবমিলিয়ে এল ১৬ পদক। যার মধ্যে এশিয়ান গেমসে চতুর্থ সোনা পেল দেশ।