জলের অপচয় কমাতে বড় সিদ্ধান্ত রাজ্যের! বাড়িতে ইলেকট্রিক মিটার থাকলেই মিলবে সংযোগ

0
3

জলের (Water) অপচয় ও খরচ কমাতে এবার বড় উদ্যোগ রাজ্য সরকারের (Govt of West Bengal)। এবার থেকে নতুন পানীয় জলের সংযোগ  (Water Connection) দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করল রাজ্য। রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতর সূত্রে জানা গিয়েছে, এখন থেকে যাঁদের নামে ইলেকট্রিক মিটার (Electric Meter) রয়েছে তাঁদের পরিবারকেই শুধুমাত্র পরিশ্রুত পানীয় জলের সংযোগ দেওয়া হবে। জনস্বাস্থ্য কারিগরি দফতর একটি নির্দেশিকায় সাফ জানিয়েছে, অপচয় এবং খরচ কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি দফতর স্পষ্ট জানিয়েছে, প্রতিটি বাড়িতে যাঁদের নামে ইলেকট্রিক মিটার রয়েছে, সেই নথি অনুযায়ী একটি জলের সংযোগ দেওয়া হবে। এর ফলে সবদিকে সামঞ্জস্য বজায় থাকবে।

অন্যদিকে, বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়ার ক্ষেত্রে জলের গুণগত মান বজায়ের ওপর জোর দেওয়া হচ্ছে। সেকারণে ইতিমধ্যে প্রত্যেক পরিবারের জলের মান পরীক্ষা করে দেখা হবে। পাশাপাশি জানানো হয়েছে, একটি বাড়িতে শুধুমাত্র একটি পানীয় জলের সংযোগ দেওয়া হবে। জলের জোগান যাতে কমে না যায় তাই এই পদক্ষেপ করা হয়েছে। ইতিমধ্যে, জেলার প্রত্যেক বাড়িতে পরিশ্রুত পানীয় জলের সংযোগ দিতে শুরু হয়েছে উদ্যোগ। ইতিমধ্যে কাজে আরও গতি আনতে জেলাভিত্তিক সেরেছেন মন্ত্রী পুলক রায়। তিনি জানান, পরিশ্রুত পানীয় জলের সংযোগ নিশ্চিত করতে ইতিমধ্যে সমস্তরকম পরিকল্পনা ছকে ফেলা হয়েছে। এমনকী রাজ্যের মুখ্যসচিবও সংশ্লিষ্ট দফতরের উচ্চপদস্থ আধিকারিক এবং জেলাশাসকদের নিয়ে বৈঠক করেছেন। মুখ্যসচিবের সাফ নির্দেশ, যত দ্রুত সম্ভব এই কাজ শেষ করতে হবে।

এদিকে, জনস্বাস্থ্য কারিগরি দফতরের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত গ্রামীণ এলাকার ৩৪.৪২ শতাংশ বাড়িতে পরিশ্রুত পানীয় জল দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। আগামী ২০২৪ সালের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তবে এভাবে কাজ চললে খুব শীঘ্রই মোট বাড়ির ৮০ শতাংশে সংযোগ দেওয়ার কাজ শেষ করা সম্ভব হবে। কিন্তু ১০০ শতাংশ করতে গেলে কাজে আরও গতি আনতে হবে। এই প্রকল্পে রাজ্য ৫০ শতাংশ অর্থ বরাদ্দ করে। বাকি ৫০ শতাংশ টাকা দেয় কেন্দ্র। মোট ৫৮ হাজার কোটি টাকার এই প্রকল্পে এখনও পর্যন্ত খরচ হয়েছে প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা। এবার কেন্দ্রের হাতে থাকা দ্রুত বাকি টাকা খরচ করে কাজে গতি আনতে চাইছে রাজ্য।