শহরে আরও এক ডে.ঙ্গি আক্রা.ন্তের মৃ.ত্যু, আত.ঙ্কের নতুন নাম কো.ভিডে.ঙ্গি

0
1

ডেঙ্গি (Dengue) নিয়ে বাড়ছে উদ্বেগ। গত ২৪ ঘণ্টায় শহর কলকাতায় আরও এক ডে.ঙ্গি আক্রা.ন্তের মৃত্যু হয়েছে বলে খবর। মৃতার নাম প্রিয়া রায়, বয়স ২৭। বাঁশদ্রোণীর (Bansdroni)এই তরুণী ভর্তি ছিলেন এম আর বাঙুর হাসপাতালে (MR Bangur Hospital)। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি শক সিনড্রোমে মৃত্যুর উল্লেখ করা হয়েছে। এই নিয়ে কলকাতাতেই (Kolkata) ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২ জনের। আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। সূত্রের খবর, নতুন করে ৫৩টি ব্লকে ডেঙ্গি সংক্রমণ মাথাচাড়া দিয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাড়ছে ডেঙ্গির দাপট। গতকালই অনলাইন ক্লাসের চিন্তাভাবনা করা হয়। উপাচার্য জানান স্টাফ কোয়ার্টার এবং মেন হোস্টেলে এই রোগের প্রভাবে অফলাইন ক্লাস বন্ধের সিদ্ধান্ত নেওয়া নিয়ে আলোচনা করা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রায় ১২ জন পড়ুয়া ডেঙ্গিতে আক্রান্ত বলে খবর। নদিয়ার শান্তিপুরে অজানা জ্বরে আক্রান্ত হয়ে এক যুবতী মৌসুমী সরকারের মৃত্যু হয়েছে বলে খবর। যদিও পরিবারের তরফে দাবি করা হয়েছে যে ডেঙ্গির কারণেই এই মৃত্যু। তাঁদের অভিযোগ, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরেও রক্ত পরীক্ষা করানো হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে দাবি, নির্দিষ্ট প্রোটোকল মেনেই চিকিৎসা করা হয়েছিল। জ্বর এবং দুর্বলতার কারণেই এই মৃত্যু ।এর সঙ্গে ডেঙ্গির কোন যোগাযোগ নেই।

মশা বাহিত রোগের দাপট কমাতেই দফায় দফায় পুরসভা এবং বিভিন্ন জেলার স্বাস্থ্য আধিকারিকদের বৈঠক বসছে। এর মাঝেই চিন্তা বাড়ছে চিকিৎসকদের কথায়। বিশেষজ্ঞরা বলছেন, কোভিডের পর ডেঙ্গি হলে সাবধান, কারণ আতঙ্কের নাম কোভিডেঙ্গি৷ অর্থাৎ, কোভিডের সময় যাঁদের ভেন্টিলেশনে বা আইসিইউতে থাকতে হয়েছে, ডেঙ্গির মরশুমে তাঁদের অনেকটা বেশি ঝুঁকি থেকে যায় ।তাই দু’দিন জ্বর থাকলে ডেঙ্গি ও ম্যালেরিয়ার পরীক্ষা হওয়া জরুরি৷ পাঁচদিনের ওপরে জ্বর থাকলে ডাক্তারের পরামর্শ মেনে হাসপাতালে চিকিৎসা শুরু করতে হবে।