কমছে দূরত্ব, সূর্যের আরও কাছে আদিত্য L1

0
2

চাঁদের বুকে ইতিহাস তৈরি করেছে ভারত। ২৩ অগাস্ট চন্দ্রযান ৩ সফলভাবে দক্ষিণ মেরুতে অবতরণ করায় ভারতীয় মহাকাশ গবেষণায় নতুন দিক খুলে গেছে। এই মুহূর্তে আপ্রাণ চেষ্টা চলছে বিক্রম (Vikram) আর প্রজ্ঞানের (Pragyan )ঘুম ভাঙ্গানোর। যদিও সময়ের সঙ্গে সঙ্গে সেই আশা ক্ষীণ হয়ে যাচ্ছে। অন্যদিকে গড়গড়িয়ে এগিয়ে চলেছে ভারতের প্রথম সৌরযান আদিত্য এল ওয়ান(Aditya L1)। ভারতীয় মহাকাশ গবেষণা (ISRO) সংস্থা বলছে, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টান কাটিয়ে কক্ষপথ থেকে বেরিয়ে নতুন ঠিকানার আরও কাছাকাছি চলে গেল আদিত্য-এল১(Aditya L1)।

 

চলতি মাসের দ্বিতীয় দিনেই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে সূর্যের উদ্দেশে পাড়ি দিয়েছিল আদিত্য-এল১।সোমবার ভারতীয় সময় রাত ২টো নাগাদ আদিত্য-এল১ পঞ্চম কক্ষপথ পরিবর্তন করে পৃথিবীর টানের বাইরে বেরিয়ে যায়। পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী ল্যাগরেঞ্জ পয়েন্ট ১-এর থেকে দূরত্ব কমে এসেছে সৌরযানের। এল১ থেকে এল৫ পর্যন্ত মোট পাঁচটি ত্রিমাত্রিক ল্যাগরেঞ্জ পয়েন্টে। বিজ্ঞানীদের দাবি, পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী এল১ পয়েন্ট থেকে মহাজাগতীয় বস্তু নিপুণ ভাবে পর্যবেক্ষণ করা যাবে।