শ.হিদ মিনার ময়দানে এবার ফের এক মাস ব্যাপী আত.সবাজির মেলা!

0
1

তিন বছর পর কলকাতার শহিদ মিনার ময়দানে এবার ফের আতসবাজির মেলা বসছে। করোনা অতিমারির সময় থেকেই ময়দানে ওই মেলা বন্ধ হয়ে গিয়েছিল। আগামী ১২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত একমাস ওই মেলা চলবে। তবে শুধুমাত্র পরিবেশ বান্ধব সবুজ বাজি বিক্রি করা হবে। সারা বাংলা আতসবাজি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বাবলা রায় জানিয়েছেন, কলকাতার পাশাপাশি  গোটা রাজ্যে এবার মোট ১৫০টি আতসবাজির মেলা  বসবে। হাওড়া জেলার ডুমুরজলা স্টেডিয়ামে, উত্তরবঙ্গের কাওয়াখালিতে এবং উত্তর চব্বিশ পরগনার বারাসাতে এক মাস ব্যাপী বাজির মেলা বসতে চলেছে।   শহিদ মিনার ময়দানে মোট ৫০টি স্টল থাকবে।

তিনি আরও জানান, ইতিমধ্যে প্রায় ৬ হাজার বাজি বিক্রেতা বৈধ লাইসেন্সের মাধ্যমে এই বাজি বিক্রি করার জন্য আবেদন জমা দিয়েছেন। সরকারি নির্দেশ মেনে আতসবাজির বাজারে দমকল ও অ্যাম্বুলেন্স থাকবে। প্রতিটি বাজির বাজারে ১৫০টি করে স্টল অনুমোদন পাবে বলে জানা গিয়েছে। এই বাজি বাজার করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে আতসবাজি নির্মাতা ও কারবারীদের সমস্ত রকম সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে।