চলতি বছরের শেষেই দাদাসাহেব ফালকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড (Dadasaheb Phalke Lifetime Achievement Award) পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী ওয়াহিদা রহমান (Wahida Rahman)। কেন্দ্রের ঘোষণার পর উচ্ছ্বসিত সত্যজিৎ রায়ের ‘অভিযান’ ছবির নায়িকা। প্রিয় সহ-অভিনেতা দেব আনন্দের (Dev Anand) জন্মদিনে এই সম্মান পাওয়ায় চলচ্চিত্র জগতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী (Actress)।
দেব আনন্দের(Dev Anand) বিপরীতে বলিউডে পা রাখেন ওয়াহিদা রহমান(Wahida Rahman)। তাঁরই শতবর্ষের জন্মদিনে সুখবর পেলেন ওয়াহিদা।বলিউডে তাঁর কয়েক দশকের রাজ্যপাট।বিভিন্ন ভাষায় ৯০টিরও বেশি ছবিতে কাজ করেছেন। ১৯৫৬ সালে দেব আনন্দের বিপরীতে ‘সিআইডি’ ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করেন ওয়াহিদা। চুটিয়ে কাজ করেছেন দেব আনন্দ, গুরু দত্ত, দিলীপ কুমার, অমিতাভ বচ্চনের মতো অভিনেতাদের সঙ্গে। অনুরাগ ঠাকুর এদিন এক্স হ্যান্ডেলে লেখেন, “ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য ওয়াহিদা রহমানজিকে এ বছর মর্যাদাপূর্ণ দাদাসাহেব ফালকে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত করার কথা ঘোষণা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। ওয়াহিদা জি হিন্দি চলচ্চিত্রে তাঁর অভিনয়ের জন্য সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য- ‘পায়াসা’, ‘কাগজ কে ফুল’, ‘চৌধভি কা চাঁদ’, ‘সাহেব বিবি অউর গোলাম’, ‘গাইড’, ‘খামোশি’ এবং আরও বেশ কয়েকটি ছবি”। এরপরই কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী।