খালিস্তানি(Khalistan) জঙ্গি নেতা হরদীপ সিং নিজ্জর(Hardeep sing nijjar) খুনের ঘটনায় কানাডাকে(Canada) সাহায্য করুক ভারত(India), নয়াদিল্লিকে এবার এমনটাই অনুরোধ জানালো আমেরিকা। সোমবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেন, ভারতের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন আমেরিকা(America)।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মিলার বলেন, “কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যা অভিযোগ এনেছেন তা নিয়ে আমেরিকা খুবই উদ্বিগ্ন। এই বিষয়টি নিয়ে কানাডার কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ রাখছে আমেরিকা। আমরা মনে করি, এই ঘটনা নিয়ে কানাডার তদন্ত সঠিকভাবে সম্পন্ন হওয়া দরকার। এই তদন্তে সহযোগিতার জন্য ভারতের কাছেও অনুরোধ জানিয়েছি আমরা। প্রকাশ্য ও ব্যক্তিগতভাবে- ভারতের সাহায্য চেয়েছে আমেরিকা।” এর পাশাপাশি নিজ্জর খুনের ঘটনায় মুখ খুলেছেন মার্কিন কংগ্রেসের সদস্য জিম কোস্টা। তিনি বলেন, “কানাডার শিখ নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যা নিয়ে যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে, তা খুবই উদ্বেগজনক। বিদেশ সংক্রান্ত কমিটির সদস্য হিসাবে এই ঘটনার বিস্তারিত রিপোর্ট চাই আমি। যথাযথভাবে এই খুনের তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”
উল্লেখ্য, কানাডার মাটিতে খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে সরাসরি ভারতের দিকে অভিযোগের আঙুল তুলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তাঁর অভিযোগ ভারতের নির্দেশেই হয়েছে এই হত্যা। যদিও ট্রুডোর সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে ভারত সরকার। সব মিলিয়ে নিজ্জর হত্যাকাণ্ডে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন অব্যাহত রয়েছে।