ভাঙড়ের (Bhangar) বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui) তীব্র আক্রমণ তৃণমূল নেতা শওকত মোল্লার (Saokat Molla)। নওশাদকে জঙ্গি সংগঠনের নায়ক ও বিজেপির দালাল বলে আক্রমণ করেন তৃণমূল বিধায়ক (TMC MP)। তৃণমূলের একটি সংবর্ধনা অনুষ্ঠান থেকে ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক শওকত মোল্লা ISF বিধায়ক সম্পর্কে এমন মন্তব্য করেন। একইসঙ্গে বিডিও এবং বিএলআরও অফিসের বিরুদ্ধেও তোপ দাগেন। তিনি বলেন, কারও বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ পেলে ৪৮ ঘণ্টার মধ্যে পদক্ষেপ করা হবে।
শওকত মোল্লা বলেন, ”নওশাদ সিদ্দিকি জঙ্গি সংগঠনের নায়ক এবং বিজেপির দালাল। ও একটা কাল সাপ।” শওকতের দাবি, ISF-কে ভোট দেওয়া মানে জঙ্গি সংগঠনকে ভোট দেওয়া। পাশাপাশি তিনি আরও বলেন, কয়েকজন অসাধু সরকারি অফিসার, বিডিও অফিস থেকে বিয়েলার অফিসে যারা এলাকার সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেয়, হয়রানি করে, এরকম অভিযোগ থাকলে জানান। ৪৮ ঘণ্টার মধ্যে অ্যাকশন নেব।