গাড়ির আলো নিয়ে বচ.সার জের! SRPF জওয়ানের চ.ড়ে ম.র্মান্তিক পরিণতি ব্যক্তির

0
2

মহারাষ্ট্রে পুলিশের (Maharashtra Police) ‘দাদাগিরি’। এবার পুলিশের চড়ে মৃত্যু হল এক ব্যক্তির। সূত্রের খবর, গাড়ির আলো (Car Light) নিয়ে বচসার জেরেই এমন মর্মান্তিক পরিণতি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মহারাষ্ট্রের নাগপুরের ঘটনা। পুলিশের সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার নাগপুরের ওয়াথোডা থানা এলাকার মাতা মন্দির এলাকায় ঘটে যায় দুর্ঘটনা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত রাজ্য রিজার্ভ পুলিশ ফোর্সের জওয়ান (SRPF) নিখিল গুপ্তা তাঁর বোনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন নাগপুরে। তিনি যখন গাড়ি পার্ক করছিলেন, তাঁর গাড়ির হেডলাইটের আলো ওই আবাসনেরই বাসিন্দা মুরলীধর রামরাওজি নেওয়ারে নামক ৫৪ বছরের এক ব্যক্তির চোখে পড়ে। যা নিয়ে দুজনের মধ্যে ঝামেলার শুরু। পরে ওই বচসা হাতাহাতিতে পৌঁছয়। এরপরই ওই এসআরপিএফ জওয়ান চড় মারেন বলে অভিযোগ। এরপরই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান ওই ব্যক্তি। এরপর তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও লাভের লাভ কিছুই হয়নি।

অভিযুক্ত জওয়ানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে ওই জওয়ানকে গ্রেফতার করে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর।