যাদবপুরে নার্সিং ছাত্রীর ঝু.লন্ত দে.হ উদ্ধার

0
1

যাদবপুরে ভাড়াবাড়ি থেকে উদ্ধার এক নার্সিং ছাত্রীর ঝুলন্ত দেহ। মৃতার নাম মল্লিকা দাস। বয়স ২২ বছর। বাঁকুড়ার বাসিন্দা মৃতা তরুণী কলকাতার আর এন টেগোর হাসপাতালে নার্সিংয়ের ফাইনাল ইয়ারের ছাত্রী ছিলেন। আত্মহত্যার পিছনে কী কারণ, তদন্তে নেমে তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আজ, সোমবার সকালে পূর্ব যাদবপুরের গ্রিন পার্ক এলাকায় এক ভাড়াবাড়ির ছাদ থেকে মল্লিকার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। সহপাঠীদের দাবি, মল্লিকা হাসিখুশি ও খোলামেলা স্বভাবের ছিলেন। গতকাল, রবিবার রাতে প্রেমিকার সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর। তবে এই প্রথম নয়, মল্লিকা ও তাঁর প্রেমিকের মধ্যে নিত্যদিন ঝামেলা লেগে থাকতো বলেই দাবি ঘনিষ্ঠ বন্ধুদের। সম্পর্কের টানাপোড়েনের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন মৃত নার্সিং ছাত্রীর সহপাঠীরা। তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন:প্রাক্তন RBI গর্ভনর উর্জিতকে ‘সাপ’ বলেছিলেন মোদি, দাবি গর্গের