এশিয়ান গেমসে প্রথম সোনা, শুটিং-এ সোনা জিতল ভারত

0
3

চলতি এশিয়ান গেমসে প্রথম সোনা জয় ভারতের। চিনের হাংঝাউতে হওয়া এশিয়ান গেমস-এর দ্বিতীয় দিনে প্রথম স্বর্ণপদক এল ভারতের ঘরে। পুরুষদের দলগত ১০ মিটার এয়ার রাইফেল শুটিং ইভেন্টে সোনা জিতল ভারত। দেশকে সোনার পদক এনে দিলেন রুদ্রাক্ষ বালাসাহেব প‍্যাটিল, দিব্যাংশ সিং পানওয়ার ও ঐশ্বরী প্রতাপ সিং তোমর। বিশ্বরেকর্ড ১৮৯৩.৭ পয়েন্ট স্কোর করে এশিয়ান গেমসে সোনা জিতলেন তারা। ১৮৯০.১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান লাভ করেছে দক্ষিণ কোরিয়া। আর তৃতীয় স্থানে ১৮৮৮.২ পয়েন্ট নিয়ে রয়েছে চিন।

ব্যক্তিগত পয়েন্টের কথা বললে, সব থেকে বেশি পয়েন্ট তুলেছেন রুদ্রাক্ষ প‍্যাটিল, যিনি ৬৩২.৫ পয়েন্ট নিয়ে সিঙ্গলসের যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় স্থান অধিকার করেছেন। এদিকে ঐশ্বরী প্রতাপ সিং ৬৩১.৬ পয়েন্ট নিয়ে অন্তিম প্রতিযোগী হিসেবে যোগ্যতা অর্জন করেছে। তবে ৬২৯.৬ পয়েন্ট নিয়ে যোগ্যতা অর্জন করতে পারেননি দিব্যাংশ সিং পানওয়ার।

এদিকে সোমবার রোয়িংয়ে দু’টি ব্রোঞ্জ পদকও পেয়েছে ভারত। ‘মেন্স ফোর’ বিভাগে যশবিন্দর, ভীম, পুনিত এবং আশিস ব্রোঞ্জ পেয়েছেন। তাঁরা ৬:১০:৮১ সময় করেছেন। এই বিভাগে সোনা পেয়েছে উজবেকিস্তান। তাদের সময় ৬:০৪:৯৬। রুপো পেয়েছে চিন। তাদের সময় ৬:১০:০৪। ‘কোয়াড্রপল স্কালস’ বিভাগে ভারতকে ব্রোঞ্জ এনে দিয়েছেন সতনম সিং, পারমিন্দর সিং, জাকার খান এবং সুখমিত সিং।

আরও পড়ুন:এক ম‍্যাচ বাকি থাকতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয় ভারতের