নবীনের জন্মদিনে নাম না করে বিরাটকে খোঁচা গম্ভীরের, ভাইরাল পোস্ট

0
1

দীর্ঘ কয়েক বছর ধরে সংবাদ শিরোনামে বিরাট কোহলি-গৌতম গম্ভীরের সম্পর্ক। গত আইপিএল-এও দুজনের ঠান্ডা লড়াই টিভির ক‍্যামেরায় ভেসে ওঠে। তারপর পেরিয়ে গিয়েছে অনেক মাস, কিন্তু বিরাট কোহলির সঙ্গে গৌতম গম্ভীরের সম্পর্ক এখনও সহজ হয়নি। সেটা বোঝা গেল আবার। সুযোগ বুঝে গম্ভীর যে বিরাটকে খোঁচা দিতে ছাড়েন না, সেটা বোঝা গেল আফগানিস্তানের জোরে বোলার নবীন-উল-হকের জন্মদিনের শুভেচ্ছা বার্তায়। যেখান গম্ভীর নাম না করে খোঁচা দিলেন বিরাটকে।

গতকাল ছিল নবীন-উল-হকের জন্মদিন। শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে গম্ভীর লেখেন,”শুভ জন্মদিন নবীন উল হক। তোমাকে খুব কম মানুষই পছন্দ করে। কখনও নিজেকে বদলাবে না।” আর এই পোস্টের পরই মনে করা হচ্ছে, পরোক্ষ ভাবে কোহলির কথা বলেছেন তিনি। নবীনকে পছন্দ না করা মানুষদের মধ্যে গম্ভীর হয়তো কোহলিকেই বোঝাতে চেয়েছেন। কারণ ২০২৩ আইপিএল-এ নবীনের সঙ্গে ঠান্ডা লড়াই হয় বিরাটেরও। গম্ভীরের এই পোস্ট নিয়ে স্বাভাবিক ভাবেই জল্পনা শুরু হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

 

View this post on Instagram

 

A post shared by Gautam Gambhir (@gautamgambhir55)

উল্লেখ, কোহলি-গম্ভীর বিবাদে সরাসরি না জড়ালেও আইপিএল চলাকালীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন নবীন। সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টের মাধ্যমেও বিব্রত করার চেষ্টা করেছিলেন আফগান ক্রিকেটার। আইপিএলে ঝামেলায় জড়ান বিরাট-নবীন। সেই সময় আফগান ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছিলেন গম্ভীর।

আরও পড়ুন:চোট সারিয়ে দীর্ঘ ১১ মাস পর শতরান, বিশ্বকাপের আগে দলকে ভরসা শ্রেয়াসের