উপলক্ষ্য রাঘব-পরিণীতির বিয়ে, উদয়পুরে পৌঁছলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনরাঘব চড্ডা-পরিণীতি চোপড়ার চারহাত এক হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা। সকাল থেকেই শুরু হয়েছে বিয়ের তোড়জোড়। উদয়পুর জুড়ে সাজ সাজ রব। বিমানবন্দর থেকে শুরু হয়েছে আয়োজন। একে একে অতিথিরাও পৌঁছছেন উদয়পুরে। এলাহি বন্দোবস্ত করা হয়েছে রাঘব-পরিণীতির বিয়েতে। আপ সাংসদ রাঘবের বিয়েতে রাজনৈতিক বহু বিশিষ্ট নেতা, মন্ত্রীদের আমন্ত্রণ করা হয়েছে। রাঘব-পরিণীতির বিয়েতে অংশ নিতে উদয়পুর পৌঁছে গেলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন।
আরও পড়ুনঃ বিয়ের জন্য রওনা পরিণীতি-রাঘবের, সাজো সাজো রব বিমানবন্দরে
রবিবার অর্থ্যাৎ আজ আপ সাংসদ রাঘব চড্ডা এবং বলি অভিনেত্রী পরিণীতি চোপড়া বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। হাই প্রোফাইল বিয়েতে শনিবার থেকেই উদয়পুরে পৌঁছতে শুরু করেছেন বহু রাজনৈতিক নেতা, মন্ত্রী। ডেরেকের পাশাপাশি ইতিমধ্যেই উদয়পুর পৌঁছেছেন আম আদমি পার্টি চিফ অরবিন্দ কেজরিওয়াল। পাঞ্জাব মুখ্যমন্ত্রী ভগওয়ান্ত মান, আপ সাংসদ সঞ্জয় সিং, কংগ্রেস নেতা পি চিদম্বরম সহ আরও বহু বিশিষ্টজন।





































































































































