এশিয়ান গেমসে প্রথম দিনে পদক মেহুলিদের, শুভেচ্ছা মুখ‍্যমন্ত্রীর

0
2

এশিয়ান গেমসের আনুষ্ঠানিক ঘোষণার দিনই পদক ভারতের ঝুলিতে। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলসের টিম ইভেন্টে রুপো পেল ভারত। মেহুলি ঘোষের পাশাপাশি ভারতীয় দলের সদস্যা ছিলেন রমিতা, ঐশী চৌকসি। মেহুলিদের পর তিনটি পদক এসেছে রোয়িংয়ে। রোয়িংয়ে লাইটওয়েট মেনস ডবলস স্কালস ইভেন্টে রূপো জেতেন ভারতের অর্জুন লাল জাট এবং অরবিন্দ সিং। রোয়িংয়ের কক্সলেস পেয়ারে ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতের বাবুলাল যাদব এবং লেখ রাম। রোয়িংয়েই কক্স এইটে ভারতীয় দল জিতেছে রুপোর পদক। এদিকে এশিয়ান গেমসের ফাইনালে ভারতীয় মহিলা ক্রিকেট দল। আর পরই শুভেচ্ছার জোয়ারে ভাসতে থাকেন তারা। শুভেচ্ছা জানান মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ও।

এদিন টুইট করে মমতা বন্দ‍্যোপাধ‍্যায় বলেন, “চিনের হ‍্যাংঝাউতে এশিয়ান গেমসের প্রথম দিনে ভারতের জন্য ঐতিহাসিক মুহূর্ত। প্রথমদিনে একাধিক পদক। আমাদের বাংলার মেহুলি ঘোষ, ঐশী চৌকসি এবং রমিতাকে ১০ মিটার এয়ার রাইফেল শুটিং ইভেন্টে মহিলা দলের রুপোর পদক জয়ের জন্য আমার আন্তরিক অভিনন্দন।

এরপর তিনি টুইটে আরও লেখেন,” রোয়িংয়ে লাইটওয়েট মেনস ডবলস স্কালস ইভেন্টে রুপোর পদক জয়ের জন‍্য ভারতের অর্জুন লাল জাট এবং অরবিন্দ সিংকে ও অভিনন্দন৷ মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ফাইনালে রমিতাকে তার ব্রোঞ্জ পদক এবং রোয়িংয়ের কক্সলেস পেয়ারে ব্রোঞ্জ পদক জেতা ভারতের বাবুলাল যাদব এবং লেখ রামকেও আমার শুভেচ্ছা জানাই। এছাড়াও রোয়িংয়েই কক্স এইটে ভারতীয় দলকে রুপোর পদক আনার জন্য অভিনন্দন। আপনাদের নিবেদন এবং অটল পরিশ্রম আমাদের হৃদয়কে সীমাহীন গর্বে পূর্ণ করে।

আরও পড়ুন:এশিয়ান গেমসের ফাইনালে স্মৃতিরা, বাংলাদেশকে হারাল ৮ উইকেটে