চোট লাগা হাঁটুতেই ফের আঘা.ত! ১০দিন মুখ্যমন্ত্রীর চলাফেরায় বিধিনিষেধ চিকিৎসকদের 

0
1

চোট লাগা বাঁ হাঁটুতে ফের আঘাত। বিদেশ সফর শেষে ফেরার পরের দিনই তীব্র যন্ত্রণা নিয়ে SSKM হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিভিন্ন পরীক্ষার পরে আগামী ১০দিন মুখ্যমন্ত্রীর চলাফেরায় বিধিনিষেধ চিকিৎসকদের। তাঁদের নজরদারিতেও বাড়িতে চিকিৎসা চলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের।  রবিবার, বিকেল সাড়ে ৪টে নাগাদ SSKM যান মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। ছিলেন কিছুক্ষণ পরেই আসেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

মমতাকে প্রথমে WOODBURN BLOCK-কে নিয়ে যাওয়া হয়। তাঁর MRI-সহ অন্যান্য পরীক্ষা করা হয়। চিকিৎসকদের টিমে ছিলেন ফিজিক্যাল মেডিসিন বিভাগের হেড রাজেশ প্রামাণিক ও মণিময় বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে সাড়ে বারো নম্বর কেবিনে নিয়ে যাওয়া হয়। এরপরে SSKM-এর তরফে সন্ধে ৬টায় মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়, গত সপ্তাহে বাঁ হাঁটুতে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। মাস তিন আগে জুন মাসে জলপাইগুড়ি থেকে ফেরার পথে প্রাকৃতিক দুর্যোগের কারণে সেবকে বায়ুসেনার এয়ারবেসে কপ্টারের জরুরি অবতরণের সময়েও ওই একই জায়গায় চোট পান মমতা। তাঁর বিভিন্ন ধরনের পরীক্ষা করার পরে চিকিৎসকরা তাঁকে আপাতত ১০দিন চলাফেরা কম করতে বলেছেন। বাড়িতেই চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চলবে মুখ্যমন্ত্রীর। ৭টা ২০ নাগাদ SSKM ছাড়েন মুখ্যমন্ত্রী।

১২দিনের সফল শিল্প সফর সেরে শনিবার সন্ধেয় কলকাতা ফেরেন মুখ্যমন্ত্রী। বিমানবন্দরে নেমেই তিনি বলেন, “বিদেশ সফর সফল। বাংলার জন্য অনেকটা কাজ করতে পেরেছি। বড় বড় চুক্তিও হয়েছে।“ কিন্তু পায়ে যন্ত্রণা বেড়ে যাওয়ায় SSKM চেকআপ করান মমতা।