অক্টোবরে ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ৫ অক্টোবর থেকে শুরু মেগা এই টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের হাইভোল্টেজ ম্যাচ ১৪ অক্টোবর। ওই দিন আহমেদাবাদে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। আর এই ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ তুঙ্গে। এই ম্যাচকে কেন্দ্র করে ইতিমধ্যেই ভাড়া হয়ে গিয়েছে আহমেদাবাদের অধিকাংশ হোটেল। আর এবার জানা যাচ্ছে, এই ম্যাচকে কেন্দ্র করে বিমান ভাড়া বেড়েছে ৪১৫ শতাংশ।
এই নিয়ে আহমেদাবাদের এক ভ্রমণ পরিচালক বলেন, “আহমদাবাদে ম্যাচের দিন আসতে গেলে খরচ করতেই হবে। আমরা এমন কিছু হোটেল চিনি যাঁরা ভারত-পাকিস্তান ম্যাচের সময় প্রতি রাতের ভাড়া ৮০ হাজার টাকা করে নিচ্ছে। আহমেদাবাদের উদ্দেশে বিমানের সংখ্যা খুব বেশি নেই। তাই বিমানের দামও চড়চড় করে বাড়ছে।”
আহমেদাবাদ থেকে আকাশপথে চণ্ডীগড়ের দূরত্ব আনুমানিক ৯০০ কিলোমিটার। জানা যাচ্ছে, সেই পথেরই বিমান ভাড়া ৪৪ হাজার টাকা। অপরদিকে আহমেদাবাদগামী বিমানের ভাড়া জয়পুর থেকে ৩২ হাজার টাকা। লখনৌ থেকে ৩৮ হাজার, হায়দরাবাদ থেকে ৪০ হাজার টাকা। দিল্লি থেকে ২৫ হাজার এবং কলকাতা থেকে ৩৩ হাজার টাকা রয়েছে।
আরও পড়ুন:মোহনবাগানের আবেদনে সাড়া মেট্রো রেলের, ম্যাচ শেষে থাকছে বিশেষ পরিষেবা