মধ্যরাত থেকে মুষলধারায় বৃষ্টি ভিজে সকালেও মেঘলা আকাশের দর্শন পেল দক্ষিণবঙ্গ (South Bengal)। ঘণ্টাখানেকের মধ্যে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। গত ১জুন থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির (Rain in South Bengal) ঘাটতির পরিমাণ প্রায় ২২ শতাংশ। কিন্তু চলতে থাকা বৃষ্টি সেই ঘাটতি পূরণে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।
ঝাড়খণ্ডের উপর সৃষ্ট নিম্নচাপ এখন ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। ফলে জলীয়বাষ্প পূর্ণ বাতাস দক্ষিণবঙ্গের উপর দিয়ে যাচ্ছে। তার জেরে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি চলবে৷
ঝাড়খণ্ডের নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। ঘূর্ণাবর্ত থেকে বিহার পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। যার প্রভাবে দক্ষিণ দিক থেকে আসা বাতাসে ভর করে প্রচুর জলীয়বাষ্প প্রবেশ করছে। সেই কারণেই মেঘলা আকাশ এবং দফায় দফায় বৃষ্টি দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে আগামী দুদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। আগামী সপ্তাহেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকার জেলাগুলিতে, যার জেরে ধস নামার আশঙ্কা করছেন হাওয়া অফিসের কর্তারা ৷