আয়ার ঘুমে ব্যাঘা.ত ঘটা়নোর ‘অপ.রাধে’ শয্যশায়ী বৃদ্ধার মর্মা.ন্তিক পরিণতি!

0
1

একদিকে দামি গাড়ির জন্য বৃদ্ধ মালিককে খুন করছেন ড্রাইভার, অন্যদিকে ঘুমের ব্যাঘাত ঘটানোর জন্য দীর্ঘ সাত বছর ধরে পক্ষাঘাতে জর্জরিত বৃদ্ধাকে নির্মমভাবে মারধর করছেন পরিচারিকা। এ কোন সমাজে বাস করছি আমরা, উঠছে প্রশ্ন। ঘটনা গত ১১ সেপ্টেম্বরের। বাগুইআটি (Baguiati ) এলাকায় অনুপমা হাউজিং-এ এক শয্যাশায়ী বৃদ্ধাকে দেখাশোনার জন্য দুবেলা আয়া রাখা হয়েছিল। ব্যবসার জন্য বাড়ির লোকেরা অন্যত্র থাকার কারণে নিঃসঙ্গ বৃদ্ধার উপর কী ঘটছে সেটা জানা সম্ভব ছিল না। এর সুযোগ নিয়েই নির্মমতার চরম উদাহরণ তৈরি করলেন বাড়ির এক পরিচারিকা। উল্লেখিত তারিখেই বৃদ্ধার মৃত্যু হয়। যদিও বাড়ির লোকেরা সেটাকে স্বাভাবিক বলেই ধরে নিয়েছিলেন। সাত বছর ধরে অসুস্থ আছেন যিনি তাঁর মৃত্যু ঘিরে বিশেষ কোন প্রশ্ন তৈরি হয়নি। কিন্তু ১৮ সেপ্টেম্বর বাড়ির লোক সিসিটিভি ফুটেজ চেক করতেই সেখানে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। দেখা যায় মর্মান্তিক দৃশ্য।

অসুস্থ বৃদ্ধা অস্বস্তি জনিত কারণে মুখে শব্দ করায় পরিচারিকার ঘুমের নাকি ব্যাঘাত ঘটেছিল। ব্যাস , রোগী আর যায় কোথায়। পরিচারিকার রক্তচক্ষু মুখ বুজে সহ্য করা ছাড়া অসহায় ওই বৃদ্ধার আর তো কোন উপায় নেই। গালে থাপ্পর মেরে ঠেলা দেওয়ার পাশাপাশি বালিশ মুখে চাপা দেওয়ার মতো অমানবিক ঘটনা ঘটিয়েছিলেন অভিযুক্ত আয়া। এরপরই বাগুইআটি থানায় (Baguiati Police Station) খুনের অভিযোগ করেন পরিবারের লোকেরা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আজ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশি জেরায় সোফিয়া নামের ওই আয়া জানিয়েছেন যে রাতের বারবার ঘুমের ব্যাঘাত হওয়ায় তিনি ওই বৃদ্ধাকে মারধর করেন ৷ তার জেরেই ওই বৃদ্ধার মৃত্যু হয় ৷