অ.শান্তির ১০০ দিন পর অবশেষে ইন্টারনেট চালু মণিপুরে

0
1

লাগাতার অশান্তি রক্তপাতের পর অবশেষে কি শান্তির আভাস মণিপুরে? দীর্ঘ ১০০ দিন পর এবার মণিপুরে ইন্টারনেট পরিষেবা সচল করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী এন বিরেন সিং(N Biren Singh)। শনিবার সাংবাদিক বৈঠক করে ইন্টারনেট চালুর কথা জানালেন মুখ্যমন্ত্রী।

শনিবার সাংবাদিক সম্মেলনে মণিপুরের(Manipur) মুখ্যমন্ত্রী জানান, “সকল মণিপুরবাসীকে জানানো হচ্ছে, রাজ্যে অপ্রীতিকর ঘটনা এড়াতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছিল। আজ থেকে সকলের জন্য নেট পরিষেবা পুনরায় সচল করা হল।” গত ৩ মে মেতেই-কুকি জাতি সংঘর্ষ শুরু হয় মণিপুরে। তার পর থেকেই ভুয়ো খবর ছড়ানো ও হিংসায় উসকানি রুখতে বন্ধ রাখা হয় ইন্টারনেট। যদিও পরে শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্রের মতো কয়েকটি জায়গায় শর্তসাপেক্ষে ব্রডব্যান্ড পরিষেবা (Broadband Services) চালু করা হয়। কিন্তু মোবাইল নেট পরিষেবা এতদিন বন্ধই ছিল। নেট বন্ধ থাকায় সমস্যায় পড়তে হয়েছিল সাধারণ মানুষকে। বারে বারে তাঁরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছিলেন ইন্টারনেট চালু করার জন্য। এবার সেই দাবি মেনে মণিপুরে চালু করা হল ইন্টারনেট পরিষেবা।