বিশ্বকাপের আগে নজির গড়ল ভারত, তিন ফর্ম‍্যাটেই শীর্ষে রোহিতরা

0
3

বিশ্বকাপের আগে দারুণ খবর টিম ইন্ডিয়ার জন‍্য। তিন ফর্ম‍্যাটেই শীর্ষে ভারতীয় দল। শুক্রবার  মোহালিতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারানোর সঙ্গে সঙ্গেই একদিনের ক্রিকেটের র‍্যাঙ্কিং-এ শীর্ষে পৌঁছে যায় ভারত। টেস্ট এবং টি-২০ ক্রিকেটে আগেই এক নম্বর দল ছিল তারা। শুক্রবার অজিদের বিরুদ্ধে জয়ের পর সব ধরনের ক্রিকেটেই এক নম্বর ভারত। ক্রিকেটে এর আগে একটি মাত্র দল এই নজির গড়তে পেরেছিল। ২০১২ সালে সব ধরনের ক্রিকেটে এক নম্বর হয়েছিল দক্ষিণ আফ্রিকা।

আইসিসি একদিনের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ছিল পাকিস্তান। একনম্বর হতে, টিম ইন্ডিয়ার দরকার ছিল একটি জয়। শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ উইকেটের জয়ের সঙ্গে সঙ্গে ভারত পাকিস্তানকে এক নম্বর জায়গা থেকে সরিয়ে দিয়ে শীর্ষস্থানের দখল নিয়েছে। সদ‍্য প্রকাশিত আইসিসি র‍্যাঙ্কিং অনুযায়ী, শীর্ষে রোহিত শর্মার দল। ভারতের পয়েন্ট ১১৬। দ্বিতীয় পাকিস্তান। বাবর আজমদের পয়েন্ট ১১৫। তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। অজিদের পয়েন্ট ১১১ পয়েন্ট।

ভারত হল পুরুষদের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় দল যারা একই সময়ে ক্রিকেটের তিন ফর্ম্যাটে এক নম্বর স্থান দখল করেছে। ২০১২ সালের আগস্টে দক্ষিণ আফ্রিকা প্রথম দলে পরিণত হয়েছিল যারা ক্রিকেটের সমস্ত ফর্ম্যাটে এক নম্বর ছিল।

আরও পড়ুন:বিশ্বকাপের আগে ভিসা সমস্যায় পাকিস্তান, প্রস্তুতিতে ধাক্কা বাবরদের