নাওরেমের সঙ্গে চুক্তি বাড়াল ইস্টবেঙ্গল, কী বললেন কুয়াদ্রাত?

0
3

সোমবার ২০২৩-২৪ আইএসএল-এর অভিযান শুরু করতে চলছে ইস্টবেঙ্গল এফসি। প্রথম ম‍্যাচে লাল-হলুদের প্রতিপক্ষ জামশেদপুর এফসি। তবে তার আগে সমর্থকদের জন্য বড় সুখবর দিল ইস্টবেঙ্গল এফসি। ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার নাওরেম মহেশ সিং এর সঙ্গে চুক্তি বৃদ্ধি করল লাল-হলুদ। নাওরেমের সঙ্গে তিন বছরের চুক্তি বৃদ্ধি করল ইস্টবেঙ্গল এফসি। ২০২৬-২৭ মরশুম পর্যন্ত ইস্টবেঙ্গলে থাকবেন নাওরেম মহেশ সিং। নাওরেমের চুক্তি বৃদ্ধিতে উচ্ছ্বসিত লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত।

এই নিয়ে কার্লোস বলেন,” মহেশের চুক্তি বৃদ্ধি একটি দারুন খবর ইস্টবেঙ্গলের জন্য। নাওরেমের ভালো পারফরম্যান্স দেখা আমাদের জন্য সত্যিই গর্বের ও জাতীয় দলের জন্যে তো অবশ্যই। ভারতীয় ফুটবলের ভবিষ্যতের জন্য মহেশ একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়।”

এদিকে লাল-হলুদের সঙ্গে চুক্তি বাড়িয়ে মহেশ বলেন,”আমার জন্য ইস্টবেঙ্গল শুধু একটি ক্লাব নয়, এটা আমার পরিবারও। আমি এই ক্লাবের সঙ্গে আমার আইএসএল কেরিয়ার শুরু করেছি। আমি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং কোচের কাছে কৃতজ্ঞ আমাকে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসাবে বিবেচনা করার জন্য। আমি আমার সমস্ত সতীর্থ এবং ইস্টবেঙ্গল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই।”

আরও পড়ুন:বিশ্বকাপে ভারত-পাক ম‍্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে, বিমান ভাড়া বেড়ে ৪০০ গুন