রাজ্যের ন্যায্য প্রাপ্য মেটাচ্ছে না কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। রাজনীতিতে পেরে না উঠে বাংলার মানুষকে ভাতে মারতে ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র। এবার তাই জবকার্ড হোল্ডারদের রাজ্যের সমস্ত দফতরে বিকল্প কাজ দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামী মার্চ মাসের মধ্যে বিকল্প কাজ দিয়ে অন্তত ২০ কোটি শ্রমদিবস তৈরির টার্গেট নিল রাজ্য সরকার। যা নিশ্চিত করতে প্রতিটি দফতরকে চিঠি দিয়ে জবকার্ড হোল্ডারদের কাজের পরিমাণ বাড়াতে বলা হয়েছে।

প্রসঙ্গত, বিকল্প কাজ দিয়ে রাজ্য এখনও পর্যন্ত প্রায় ২.১০ কোটি কর্মদিবস সৃষ্টি করেছে। আগামী ২ অক্টোবর ১০০ দিনের কাজ এবং আবাস প্রকল্পের টাকা আটকে রাখার প্রতিবাদে দিল্লিতে প্রতিবাদ সভা করবে তৃণমূল কংগ্রেস। তার আগে রাজ্য সরকারের বিকল্প কাজের টার্গেট ধার্য করে দেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল। আর এই আন্দোলনের পরেও কেন্দ্র যদি টাকা না দেয়, তাহলে আগামী লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকার নিজের তৈরি কর্মদিবস প্রচারের আলোয় নিয়ে আসবে।
আরও পড়ুন:আয়ার ঘুমে ব্যাঘা.ত ঘটা়নোর ‘অপ.রাধে’ শয্যশায়ী বৃদ্ধার মর্মা.ন্তিক পরিণতি!










































































































































