বিশ্বকাপের আগে বুমরাহ-র প্রশংসায় এই ইংল‍্যান্ড ক্রিকেটার

0
14

অক্টোবরে ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ৫ অক্টোবর থেকে শুরু এই মেগা টুর্নামেন্ট। এই বছর আয়োজক ভারত। দেশের মাটিতে বিশ্বকাপ হওয়ার কারণে অনেকেই আসন্ন বিশ্বকাপে চ‍্যাম্পিয়ন হওয়ার জন‍্য এগিয়ে রাখছেন রোহিত শর্মাদের। তবে তার আগে যশপ্রীত বুমরাহ-এর প্রশংসায় মাতলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার ক্রিস ওকস। বুমরাহকে সমস্ত ফরম্যাট মিলিয়ে সেরা ফাস্ট বোলার বললেন ওকস। তাঁর দাবি, বুমরাহের বোলিং অ্যাকশন বাকি সবার থেকে আলাদা।

এই নিয়ে এদিন এক সাক্ষাৎকারে ওকস বলেন,”যশপ্রীত বুমরাহ আমার মনে হয়, সম্ভবত সব ফরম্যাটেই এক নম্বর বোলার। ও যা করে, সেটা দক্ষতার সঙ্গে করে। এবং ও সব সময়ে উত্তেজনায় ভরপুর থাকে এবং ও অনন্য, তাই না? ওঁর অ্যাকশন অন্যদের থেকে একেবারেই আলাদা এবং ও হাই পেসে বল করতে পারে। স্লোয়ার বল, ইয়র্কার অন ট্যাপ- সাদা বলের বোলার হিসাবে আপনার যা প্রয়োজন, সবটাই বুমরাহের মধ্যে রয়েছে।”

দীর্ঘদিন পর চোট কাটিয়ে ভারতীয় দলে ফিরেছেন বুমরাহ। এশিয়া কাপে দুরন্ত বোলিং করেন তিনি। ২০২৩ বিশ্বকাপে ভারতের অন্যতম ভরসা হতে চলেছেন বুমরাহ। এবং ভারতের পেস বোলিং আক্রমণের নেতৃত্বও থাকবেন এই তারকা পেসারই। ভারতীয় পিচে তাঁর দক্ষতা তাঁকে আরও বেশি ভয়ঙ্কর করে তুলতে পারে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন:আসন্ন বিশ্বকাপের জন‍্য ১৫ জনের দল ঘোষণা পাকিস্তানের, চোটের কারণে ছিটকে গেলেন এই ক্রিকেটার