কুণাল ঘোষ, মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী
একটা সময় ছিল যখন বাংলা ছিল ব্রাত্য, এখানে ছিল না কোনও দূরদর্শী পরিকল্পনা ও উন্নয়ন। তবে ৩৪ বছরের খরা কাটিয়ে শেষ ১২ বছরে বাংলায় সবকিছু বদলে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দায়িত্ব নেওয়ার পর। বাংলা এখন শিল্পবান্ধব। এখানে না আছে শ্রমিক সমস্যা, না আছে বিদ্যুৎ সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো। শুক্রবার দুবাইয়ে শিল্প সম্মেলনে বাংলার অগ্রগতির কথা তুলে ধরে সেখানকার ব্যবসায়ীদের বাংলায় বিনিয়োগের ডাক দিলেন শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা।
শিল্প সম্মেলন থেকে বাংলায় বিনিয়োগের আবেদন জানিয়ে সঞ্জীব গোয়েঙ্কা বলেন, শেষ ১২ বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় পরিকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে। শেষ কয়েক বছরে এখানে ৩.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছি আমরা। এবং বাংলায় আমাদের ব্যবসার অভিজ্ঞতা অত্যন্ত ভালো। এশিয়ার সবচেয়ে বড় কোল ব্লকের কাজ চলছে বাংলায়। শেষ ১২ বছরে এখানে কোনও শ্রমিক সমস্যা নেই। একটিও কর্মদিবস নষ্ট হয়নি। পাশাপাশি গোয়েঙ্কা বলেন, প্রশাসন এখানে দ্রুত সিদ্ধান্ত নেয় এবং তা দ্রুত কার্যকর করে। বাংলার পরিকাঠামো দেশের মধ্যে সেরা। ঘড়ির কাঁটা ধরে কাজ চলছে বাংলায়। মুখ্যমন্ত্রী মানুষকে ভালোবাসেন, এবং তাঁদের যত্ন নেন। বাংলায় ব্যবসা করার ক্ষেত্রে আমার অভিজ্ঞতা অত্যন্ত ভালো। দিদির সৌজন্যে বাংলা এখন দেশের সেরা হওয়ার লড়াইয়ে এবং আমি আমার সীমিত ক্ষেত্র থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলায় আসার জন্য।