শুক্রবার দেশের অন্যতম বড় সাবান প্রস্তুতকারক সংস্থা লাক্সের (Lux)শীর্ষ দফতর সহ একাধিক অফিসে হানা দিল আয়কর দফতর (Income Tax Department)। প্রায় ২০০ কোটি টাকার ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে লাক্স ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে। খবর প্রকাশ্যে আসার পর এক ধাক্কায় রাতারাতি ৩ শতাংশ শেয়ার পড়ে গিয়েছে সংস্থার। তল্লাশির বিষয়টি নিশ্চিত করেছে লাক্সের শীর্ষ দফতর। দেশের বিভিন্ন শহরে সংস্থার নানা অফিসে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি সংস্থার শীর্ষ আধিকারিকদের বাড়ি ও অফিসেও চলছে তল্লাশি। কোম্পানির তরফে বলা হয়েছে যে আয়কর দফতরের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে।




 
 
 
 

































































































































