এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও তথ্য প্রমাণ আদালতের সামনে তুলে ধরতে পারেনি ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টর(ইডি)। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে পারবে না ইডি। ভবিষ্যতে তদন্তের কোনও শুক্রবার এই নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।বিচারপতির পর্যবেক্ষণ, সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেফতার হওয়ার পরে ইডি কোনও তথ্য প্রমাণ আদালতের সামনে তুলে ধরতে পারেনি।
আরও পড়ুনঃ জোট নিয়ে রাহুলের সঙ্গে কথা, আসন সমঝোতা নিয়ে আলোচনা হয়েছে? কী জানালেন অভিষেক
নিয়োগ মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইসিআইআর দায়ের করেছিল ইডি। ফৌজদারি মামলায় যেমন এফআইআর দায়ের করা হয়, তেমনই ইডি কোনও মামলায় সরকারি ভাবে অভিযোগ দায়ের করলে তাকে বলা হয় ইসিআইআর।ইডির দায়ের করা এই ইসিআইআর খারিজের দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের আইনজীবীর বক্তব্য, ইডি তাঁর মক্কেলের বিরুদ্ধে কোনও তথ্য প্রমাণ তুলে ধরতে পারেনি। অথচ এই ইসিআইআরের ভিত্তিতে অভিষেককে বারবার জেরার জন্য ডেকে পাঠিয়ে হেনস্থা করা হচ্ছে। অভিষেকের যেদিন গুরুত্বপূর্ণ কাজ থাকছে, বেছে বেছে সেদিনই ডেকে পাঠানো হচ্ছে। তাই এই ইসিআইআর খারিজ করা হোক।যদিও তা খারিজ করেননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
এদিন বিচারপতি ইডির আইনজীবীর উদ্দেশে বিচারপতি বলেছেন, ‘আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে সব মৌখিক অভিযোগ তুলেছেন, তার স্বপক্ষে এখনও পর্যন্ত কোনও তথ্য ও প্রমাণ পেশ করতে পারেননি। আপনাদের কাছে সম্বল বলতে রয়েছে, সুজয়কৃষ্ণ ভদ্রকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া কিছু তথ্য। শুধু তার ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না।’





































































































































