কলকাতায় ফের ডে*ঙ্গি আক্রা*ন্তের মৃ*ত্যু! কলেজ স্ট্রিট চত্বরে পরিদর্শন পুরসভার

0
3

কলকাতা সহ জেলায় জেলায় ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা নিয়ে চিন্তা বাড়ছে স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department)। ফের এক ডেঙ্গি রোগীর মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। মৃতের নাম পিনাক সরকার (৬৬)। তাঁর বাড়ি সল্টলেকের AE ব্লকে। জ্বর নিয়ে গত কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গতকাল রাতে মারা যান। হাসপাতাল সূত্রে খবর মৃতের ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির (Dengue)কথা উল্লেখ করা হয়েছে । গতকাল পশ্চিম মেদিনীপুরের দুই মহিলা বাসিন্দা ডেঙ্গি আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। । একজন ঘাটালে থাকতেন অপরজন খড়গপুরে। বৃহস্পতিবার ১টা নাগাদ মেদিনীপুর মেডিক্যাল কলেজে তাঁর মৃত্যু হয় তাঁদের।

ডেঙ্গি পরিস্থিতি ক্রমেই উদ্বেগ বাড়ছে। গতকাল ডেঙ্গি মোকাবিলায় আবার জেলাশাসক ও স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসে রাজ্য প্রশাসন। ডেঙ্গি নিয়ে সতর্কবার্তা দেওয়া হয় উত্তরবঙ্গ ও দুই ২৪ পরগনা ও নদিয়ায়। বাংলার মানুষের সুবিধার জন্য চালু হওয়া ‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে শতাধিক ফোন এসেছে। ডেঙ্গি পরিস্থিতি পরিদর্শনে আজ কলেজ স্ট্রিট ও মেডিক্যাল কলেজ চত্বর পরিদর্শন করলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। কলকাতা মেডিক্যাল কলেজের আধিকারিক ও ডাক্তারদের সঙ্গে কথা বলে জমা জল অবিলম্বে পরিষ্কার করার কথা বলেন তিনি। কেন গাফিলতি তা নিয়ে কর্মীদের রীতিমত ধমক দেন তিনি। পুরসভার স্বাস্থ্য আধিকারিকরাও আজ পরিদর্শনে রয়েছেন বলে খবর।