শুক্রবার টলিউডে মুক্তি পাচ্ছে বাণিজ্যিক ঘরানার রোমান্টিক ছবি ‘কোথায় তুমি’ (Kothay Tumi)। তার আগে এই ছবির প্রিমিয়ার হল কলকাতার অ্যাক্রপলিস মলে(Acropolis Mall)। নবাগত অভিনেতা তাব্বু আর রিতিকার(Tabbu and Rwitika) বৃষ্টি প্রেমের গল্পে ধরা পড়েছে উত্তরবঙ্গের নানা দৃশ্য। ডিরেক্টর অ্যান্থনি জৈন ছবি নিয়ে যথেষ্ট আশাবাদী। খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত , শান্তিলাল মুখোপাধ্যায়ের মতো কলাকুশলীদের এই সিনেমায় দেখা যাবে।
ছবির নায়ক তাব্বু জানান এই ছবির মূল আকর্ষণ এই ছবির গান। এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে দেব সেন (Dev Sen)। তিনি এর আগে জনপ্রিয় বাণিজ্যিক সিনেমা যেমন আওয়ারা, দিওয়ানা,জামাই ৪২০ এর মতন জনপ্রিয় ছবিতে গান তৈরি করেছেন। অনেকটা সেই ঘরে নাকি ‘কোথায় তুমি’ সিনেমাতে ফিরিয়ে আনার চেষ্টা বলে তাঁর মত। সিনেমার দৃশ্য এবং চিত্রনাট্যের সঙ্গে মানানসই করেই গান সাজিয়ে তোলা হয়েছে। প্রীতম কুমার, নাকাজ আজিজ, অন্বেষার মতো শিল্পীরা এই ছবিতে কন্ঠ দিয়েছেন।







































































































































