নাগেরবাজারে উদ্ধার বৃদ্ধের প*চাগলা দেহ, বাড়ি থেকে উধাও পোষ্য-গাড়ি

0
1

দমদম নাগেরবাজারের নয়াপট্টি এলাকার একটি বাগানবাড়ি থেকে এক সত্তোরোর্ধ্ব ব্যক্তির পচাগলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, মৃতের নাম কল্যাণ ভট্টাচার্য (৭২)।

আরও পড়ুনঃ রাত ১০টার পর বন্ধ হস্টেলের গেট, একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি যাদবপুর কর্তৃপক্ষের

গত, মঙ্গলবার রাতে ওই বৃদ্ধের সঙ্গে তাঁর আত্মীয়রা ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু বৃদ্ধ ফোন না ধরায় উদ্বিগ্ন পরিজনরা তাঁর বাগানবাড়িতে পৌঁছন। সেখানে তীব্র দুর্গন্ধ ও সদর দরজায় তালা দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে বৃদ্ধের পচাগলা মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠায়।

তদন্তে নেমে পুলিশ বেশ কয়েকটি বিষয়ের খতিয়ে দেখছে। প্রথমত, বৃদ্ধের যদি স্বাভাবিক মৃত্যুও হয়ে থাকে বাইরে থেকে তালা দেওয়া কেন? এই নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে। একইসঙ্গে বাড়ির পোষ্য কুকুর এবং গাড়ি উধাও যা নিয়েই রহস্য তৈরি হয়েছে।