ED-CBI-কে ভয় পাই না। প্রথম তলব থেকেই সব তথ্য দিয়েছি। আগামী দিনেও সহযোগিতা করব। সংসদের বিশেষ অধিবেশনে যোগ দিতে রাজধানীতে গিয়ে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বলেন, “ইডি ও সিবিআই আমাকে এবং আমার স্ত্রীকে অনেকবার তলব করেছে। ২০২০ সাল পর্যন্ত আমি ৫ বার হাজিরা দিয়েছি, আমার স্ত্রী ৪ বার হাজিরা দিয়েছেন। ইডি যখন প্রথম তলব করে, তখনই আমার সম্পত্তি ও ব্যাঙ্কের লেনদেনের সব তথ্য দিয়েছিলাম। স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসাব দিয়েছি।“

অভিষেক জানান, “পুরোপুরি রাজনীতিতেই মনোনিবেশ করতে চাই। আমি আগেই বলেছি তদন্তের কাজে সব রকম সহযোগিতা করব।“ এর পরেই তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, “২০২০ থেকে আমার যাবতীয় সম্পত্তির হিসেব তাদের কাছে আছে। তা সত্ত্বেও যখন কেন্দ্রীয় এজেন্সি বারবার সেটা চেয়ে পাঠাচ্ছে, তখন তাদের উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন থেকেই যায়।“
আরও পড়ুন: ৮ কোটির আয়কর নোটিশ ডেলিভারি বয়কে! প্র.তারণা চক্রের পর্দাফাঁস পুলিশের

অভিষেক বলেন, “আমি প্রথম যেদিন ইডিতে গিয়েছি, সেদিনই আমার যাবতীয় সম্পত্তির হিসেব এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস জমা দিয়ে এসেছি। নতুন করে কী জমা দেবে? ওদের কাছে প্রথম থেকেই তো সব আছে।” এর পরেই তিনি বলেন, “আমি ED-CBI-কে ভয় পাই না।”



































































































































