দুবাইয়ে মমতার সঙ্গে শিল্প-বৈঠকের সম্ভাবনা, কারা এই লুলু গ্রুপ!

0
4

মাদ্রিদ ও বার্সেলোনায় এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন দুবাই (Dubai)। সেখানে শুক্রবার বিশ্ববিখ্যাত লু লু গ্রুপের (Lulu Group) সঙ্গে শিল্প বৈঠকের সম্ভাবনা মমতার। ইতিমধ্যেই তেলেঙ্গানাতেই (Telengana) সাড়ে তিন হাজার কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সেই শিল্প গোষ্ঠী। এবার তাদের বাংলায় লগ্নি আনতে চাইছেন মুখ্যমন্ত্রী।

কারা এই লুলু গ্রুপ?

দেশের বিভিন্ন শহরে ডেস্টিনেশন মল খোলার জন্য ৩০০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ করতে চলেছে আমিরশাহির এই গ্রুপ। আগামী কয়েক বছরের মধ্যেই ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান ইউসুফ আলি। ফলে অন্তত ৫০ হাজার নিয়োগ হওয়ার সম্ভাবনা।

ইতিমধ্যেই দেশের ৫টি শহরে শপিং মল খুলেছে লুলু গ্রুপ (Lulu Group)। হায়দরাবাদে (Hyderabad) ডেস্টিনেশন মল তৈরি করতে চলেছে তারা। প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা বিনিয়োগ করছে। লুলু গ্রুপের বিভিন্ন  শপিং মল, হোটেল-সহ বিভিন্ন শিল্পে কমপক্ষে ২২ হাজার ভারতীয় কর্মরত আছেন। সেই গ্রুপ বাংলায় বিনিয়োগ করতে বিপুল কর্মসংস্থান হবে বলে আশা।