বেআইনি অস্ত্র কারখানার হদিশ মিলল দক্ষিণ ২৪ পরগনার জয়নগর এলাকায়। এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম রহমতুল্লা শেখ। তার বাড়ি জয়নগর থানা এলাকার কাশীপুর কামারিয়া এলাকায়। তদন্তে নেমে পুলিশ জেনেছে, রহমতুল্লা বেআইনি অস্ত্র কারবারের চাঁই। দীর্ঘদিন ধরেই আগ্নেয়াস্ত্র কেনাবেচার সঙ্গে যুক্ত রহমতুল্লা। ধৃতকে বুধবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়।

জানা গিয়েছে, বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ, জয়নগর থানা ও বকুলতলা থানার পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। তখনই ওই কারখানায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়- আর্মস তৈরি করার পালিশ মেশিন, ড্রিল মেশিন, ডাইস, ফাইল, করাত, হ্যাক্সো, বাটালি, হাতুড়ি, লোহার পাত এবং পাইপ। এছাড়াও আটটি ওয়ান শাটার ও ২টি লং মেশিনও উদ্ধার হয়েছে।








































































































































