অনন্তনাগে নি.কেশ ‘মোস্ট ওয়ান্টেড’ ল.স্কর কমান্ডার সহ আরও ২ জ*ঙ্গি

0
4

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে থেমেছে গুলির লড়াই। জঙ্গি দমন অভিযান এখনও চলছে। এরইমধ্যে ফের বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা। তাদের গুলিতে নিকেশ লস্কর-ই-তৈবার ‘মোস্ট ওয়ান্টেড’ কমান্ডার সহ আরও দুই জঙ্গি। জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে লস্কর-ই-তৈবার (এলইটি) কমান্ডার উজের খান সহ দুই জঙ্গি খতমের খবর নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুনঃঅনন্তনাগে এনকাউন্টার অভিযান: জঙ্গল থেকে জ*ঙ্গির দ*গ্ধ দেহ উদ্ধার
এক সেনা আধিকারিক জানিয়েছেন, যে দুই জঙ্গি সেনার উপর হামলা চালিয়েছিল, তাদের মধ্যে এক জন উজের খান। সেনার গুলিতে তাকে নিকেশ করা হয়েছে। সে কোকেরনাগেরই বাসিন্দা ছিল। ২০২২ সালে লস্কর-ই-তৈবায় যোগ দেয় উজেইর। এই জঙ্গি এবং তার সঙ্গীদের ঘিরে ফেলতেই সেনার সঙ্গে গুলির লড়াই হয়ে যায়।
অনন্তনাগের কোকেরনাগের কাছে জঙ্গলে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়েছিল বুধবার। জঙ্গিদের গুলিতে সেনার এক কর্নেল, মেজর এবং জম্মু-কাশ্মীর পুলিশের এক ডিএসপির মৃত্যুর পর অভিযান সাময়িক ভাবে স্থগিত করা হয়। পরে আবার অভিযান শুরু করে সেনা এবং পুলিশের যৌথবাহিনী।
জঙ্গিদের কাছে বিপুল পরিমাণ অস্ত্র-শস্ত্র মজুত থাকায় এবং জঙ্গলে পাহাড়ের উপরে একটি গুহায় তারা লুকিয়ে থাকায় সেনাবাহিনীর নাগাল পেতে সমস্যা হচ্ছিল। জঙ্গিদের নিকেশ করতে মর্টার ও রকেট লঞ্চারও আনানো হয়। রবিবার গাদোলের জঙ্গল থেকে উদ্ধার হয় একটি পোড়া দেহ। পোশাক দেখে আন্দাজ করা হয়, দেহটি লুকিয়ে থাকা কোনও জঙ্গির। পরে মঙ্গলবার উদ্ধার হয় আরও তিন জঙ্গির দেহ।